ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পূজা চেরি। চলচ্চিত্রের পর নাম লেখিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে। ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে তার। শনিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে সিরিজটির আইটেম গান; যা এখন অন্তর্জালে ভাইরাল।
‘প্রেমের দোকানদার’ শিরোনামের গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন পূজা। তার লুক যেমন নজর কেড়েছে, তেমনি তার নাচ মুগ্ধ করেছে পূজার ভক্ত-অনুরাগীদের। আইটেম গানে পূজার পারফরম্যান্স মুগ্ধ করেছে ঢালিউড কুইন অপু বিশ্বাসকেও।
অপু বিশ্বাস তার ফেসবুক অ্যাকাউন্টে পূজার গানটি শেয়ার করেছেন। আর ক্যাপশনে লেখেন— “আমার ছোট বোনটা এত দারুণ নাচে!” পাশাপাশি পূজাকে ট্যাগ করেন অপু।
পূজারও বিষয়টি নজর এড়ায়নি। এ পোস্টের কমেন্ট বক্সে পূজা চেরি লেখেন, “বড় বোন যেরকম ছোট বোন তো সেরকমই হবে। ধন্যবাদ দিদি! অনেকগুলো ভালোবাসা।” এ মন্তব্যের জবাবে অপু লেখেন, “পূজা চেরি, ওরে সুন্দরী।”
‘প্রেমের দোকানদার’ শিরোনামের গানের কথা রচনা করেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর করেছেন আকাশ। গানটিতে দিলশাদ নাহার কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আকাশ। এই ওয়েব সিরিজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর পরিচালক রাফির সঙ্গে কাজ করলেন পূজা।