ভারতের বরেণ্য পরিচালক শ্যাম বেনেগাল মারা গেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে এ তথ্য নিশ্চিত করেছেন শ্যাম বেনেগালের কন্যা পিয়া বেনেগাল।
দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন শ্যাম বেনেগাল। মুম্বাইয়ের ওকহার্ড হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘মন্থন’ পরিচালক।
১৯৩৪ সালের ১৪ ডিসেম্বর হায়দরাবাদের তিরুমালাগিরিতে জন্মগ্রহণ করেন শ্যাম বেনেগাল। জন্মদিনের ৯ দিন পর পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমালেন তিনি।
১৯৭৪ সালে ‘অঙ্কুর’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন শ্যাম বেনেগাল। অভিষেক সিনেমাই তার ঘরে এনে দেয় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২২ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের সংগঠন (ফিপরেস্কি) সর্বকালের সেরা ১০ ভারতীয় সিনেমার তালিকা প্রকাশ করে। তাতে জায়গা পায় শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’ সিনেমা।
১৯৭৫ সালে শ্যাম বেনেগাল নির্মাণ করেন ‘নিশান্ত’ সিনেমা। পরের বছরই নির্মাণ করেন ‘মন্থন’ সিনেমা। এ দুটো সিনেমাও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। তা ছাড়াও এ নির্মাতা উপহার দিয়েছেন ‘জুনুন’, ‘ভূমিকা’, ‘আরোহণ’, ‘মান্ডি’-এর মতো সিনেমা।
কাজের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার পদ্মশ্রী (১৯৭৬), পদ্মভূষণ (১৯৯১) সম্মানে ভূষিত করেছে শ্যাম বেনেগালকে। ২০০৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন এই গুণী পরিচালক।