সারা বাংলা

আওয়ামী লীগ দেশকে শ্মশানে পরিণত করেছে: জামায়াত আমির

বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “সাড়ে ১৫ বছর শাসন নয়, আওয়ামী লীগ দেশকে শ্মশানে পরিণত করেছে। শেখ হাসিনা স্বাধীনতার চেতনার কথা বলে বাংলাদেশকে অন‍্য দেশের কাছে ইজারা দিয়েছিল।’ 

সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারে বাংলাদেশের জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “যারা এক সময় সংখ্যালঘুদের জায়গা-জমি ছিনিয়ে নিয়েছে, তারাই এখন মায়া কান্না কাঁদে তাদের জন‍্য।” 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের পেটকে স্বৈরাচারী শেখ হাসিনার মতো সাগর বানানোর প্রয়োজন নেই। স্বৈরাচারী হওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের।” 

রংপুর সদর উপজেলা জামায়াতের আমির মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসনাত আব্দুল হালিম এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডা. শফিকুর রহমান রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।