পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিনিয়োগকারীরা বলেন, “পুঁজিবাজারে দরপতন অব্যাহত আছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন বিনিয়োগকারীদের একটাই দাবি—বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ। কারণ, তিনি বিএসইসির চেয়ারম্যান হওয়ার যোগ্য নন। তার শেয়ারবাজার নিয়ে জ্ঞান শূন্য। বর্তমান সরকার কীভাবে তার মতো মেধাহীন লোককে বিএসইসিতে বসালো, তা আমাদের বোধগম্য নয়। এমন পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।”