খুলনা-ঢাকা রুটে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর থেকে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু হয়েছে। পদ্মা সেতু হয়ে নতুন রুটে খুলনা থেকে ঢাকা পৌঁছাতে ট্রেনের সময় লাগছে মাত্র পৌনে ৪ ঘণ্টা। যেখানে খুলনা থেকে তিনটি ট্রেনে অন্য রুটে ঢাকায় যেতে সময় লাগে ৭ থেকে ১০ ঘণ্টা।
খুলনা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। ৬টা ৪০ মিনিট নাগাদ পৌঁছায় শিল্পশহর অভয়নগর নওয়াপাড়াতে। ট্রেনটি ঢাকায় পৌঁছায় সকাল ৯টা ৪৫ মিনিটে। এটি আবার রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে রাত ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছানোর কথা রয়েছে। প্রথম দিন খুলনা থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে ট্রেনটি ছেড়ে যায়।
রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা খুলনা থেকে ট্রেনে করে ঢাকায় যান। তবে খুলনাতে উদ্বোধনী অনুষ্ঠান ছিল না। প্রথম দিনের যাত্রীরা জানান, নতুন রুটে দূরত্ব কমে যাওয়ায় এখন যাতায়াতে সময় ও ভাড়া কম লাগবে। এতে তারা খুশি।
সোমবার ছাড়া সপ্তাহের ৬ দিন ট্রেনটি চলাচল করবে। ট্রেনটি যাওয়া-আসার পথে যশোরের নওয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে।
খুলনা রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আশিক আহমেদ জানান, ট্রেনটিতে মোট ১২টি বগি রয়েছে। এর মধ্যে ১১টি যাত্রীবাহী ও ১টি পণ্যবাহী। ১১টি বগিতে আসন সংখ্যা ৭৬৮টি। এই রুটের দূরত্ব ৩৭৮ কিলোমিটার। খুলনা-ঢাকা রুটে শোভন চেয়ার শ্রেণির ভাড়া (ভ্যাট ছাড়া) ৪৪৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ভাড়া ৭৪০ টাকা, এসি সিট শ্রেণির ভাড়া ৮৮৫ টাকা এবং এসি বার্থ শ্রেণির ভাড়া ১ হাজার ৩৩০ টাকা।
খুলনা রেলওয়ের কর্মকর্তারা জানান, খুলনা-ঢাকা রুটের সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ও নকশিকাঁথা এক্সপ্রেস মেইল ট্রেন আগের নিয়মে চলাচল করবে।