ক্যাম্পাস

ইবি কর্মকর্তার বিরূদ্ধে যৌন হয়রানির অভিযোগ 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলের সহকারী রেজিস্ট্রার আবদুর রাজ্জাকের বিরুদ্ধে দৈনিক মজুরির ভিত্তিতে (থোক) কাজ করা এক আয়া ও তার মেয়েকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ ঘটনায় বিচার চেয়ে হল প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

লিখিত অভিযোগে ভুক্তভোগী জানান, স্বামীর মৃত্যুর পর ভুক্তভোগী নারী ২০১৪ সাল থেকে দুই মেয়েকে নিয়ে শেখ হাসিনা হলে কাজ করে আসছেন। অভিযুক্ত আবদুর রাজ্জাক বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দেন। এমনকি তার মেয়েদের সঙ্গে মেলামেশার জন্য বাসায় যাওয়ার প্রস্তাবও দেন। এতে রাজি না হওয়ায় তাকে কাজ থেকে বের করে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দেন ওই কর্মকর্তা।

অভিযোগে আরও জানান, গত ২০২১ সালে হলে ভুক্তভোগীর ছোট মেয়েকে একা পেয়ে রাজ্জাক তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার চেষ্টা করেন। সর্বশেষ গত ১১ ডিসেম্বর হলে কাজ করার সময় ভুক্তভোগীকে কুপ্রস্তাব দেন ওই কর্মকর্তা। এ সময় ভুক্তভোগী কৌশলে তার কাছ থেকে সরে যান।

এ বিষয়ে অভিযুক্ত আবদুর রাজ্জাক নিজেকে নির্দোষ দাবি করে জানান, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে কেউ এটা করে থাকতে পারে।