সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে ইতিহাস গড়তে যাচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসার তৈরি একটি মহাকাশযান। ‘পার্কার সোলার প্রোব’ নামের এই মহাকাশযানটি সূর্যের বাইরের বায়ুমণ্ডলে প্রবেশ করতে যাচ্ছে।
সূর্যের ‘কাছে’ বলতে বোঝানো হচ্ছে এর ৬১ লাখ কিলোমিটার দূরত্বে পৌঁছানো। অত্যন্ত উত্তপ্ত পরিবেশে যাত্রাকালে কয়েক দিন ধরে পৃথিবীর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে মহাকাশযানটির যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ২৭ ডিসেম্বরের দিকে যানটি থেকে সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছেন নাসার বিজ্ঞানীরা। মহাকাশযানটি সূর্যের কাছাকাছি গিয়ে টিকে আছে কি না ওই দিনই তা বোঝা যাবে।
২০১৮ সালে সূর্যের উদ্দেশে যাত্রা করেছিল পার্কার। এরপর থেকেই সূর্যের নানা ছবি পাঠাতে দেখা গিয়েছে সেটিকে। এর বদৌলতে সূর্য সম্পর্কে নতুন নতুন তথ্য জানা যাচ্ছে। ২০২২ সালের ২৮ এপ্রিল পার্কার প্রথমবার সূর্যের বলয়ে প্রবেশ করেছিল পার্কার। অবশ্য সেই বিষয়টি জানানো হয় ডিসেম্বরে। এর কারণ হিসেবে বিজ্ঞানীরা জানিয়েছেন, এই কয়েক মাসে মহাকাশযানটি থেকে প্রাপ্ত সমস্ত তথ্য ডাউনলোড করে তা ব্যাখ্যা করেছেন তারা। তারপরই তারা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছেন।
সূর্যের এতটা কাছে অভিযান চালাতে গিয়ে মহাকাশযানটিকে ১ হাজার ৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে হবে। মহাকাশযানটিকে এমন বিকিরণের মধ্যে পড়তে হতে পারে যে এটির ভেতরকার বৈদ্যুতিক ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে উচ্চ তাপমাত্রা থেকে একে সুরক্ষিত রাখতে ১১ দশমিক ৫ সেন্টিমিটার (৪ দশমিক ৫ ইঞ্চি) পুরু কার্বন যৌগের আবরণ দেওয়া হয়েছে এর মধ্যে।