সারা বাংলা

সিলেটে গরু চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গরু চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা বাগানে তাকে নির্যাতন করা হয়।

নিহত হেলাল মিয়ার (৩২) বাড়ি উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের দাতারি গ্রামে।

গোয়াইনঘাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রভাকর বড়ুয়া বলেন, ‘‘গরু চুরির অভিযোগে ইসলামপুর গাংপার গ্রামের লোকজন হেলাল মিয়াকে ধরে নিয়ে নির্যাতনের খবর পাই। এরপর ফোর্স নিয়ে তাকে উদ্ধার করতে যাই। তখন স্থানীয়রা জানায়, হেলাল উদ্দিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তখন হেলাল সুস্থ ছিলেন এবং বিষয়টি মীমাংসা করা হবে।’’

পুলিশের উপপরিদর্শক প্রভাকর বড়ুয়া আরো বলেন, ‘‘বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে হেলালকে মধ্য জাফলং ইউনিয়ন অফিস থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হেলায় রাস্তায় খুব বেশি বমি করেন এবং তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।’’

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, অতিরিক্ত মারধর এবং চুনা-বালুমিশ্রিত পানি খাওয়ানোর কারণে হেলালের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।