বিনোদন

রাশমিকার চুড়ির আঘাতে আহত হন আল্লু অর্জুন

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমা মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা সিনেমাটিতে যথাক্রমে ‘পুষ্পা’ ও ‘শ্রীবল্লী’ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান। প্রায় তিন বছর পর মুক্তি পেয়েছে সিনেমাটির দ্বিতীয় পার্ট। অতীতের সব রেকর্ড ভেঙে নতুন সূচনা করেছে এটি। ২০ দিনে ‘পুষ্পা টু’ বিশ্বব্যাপী আয় করেছে ১৫২৬.৯৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২১৩২ কোটি ২৭ লাখ টাকার বেশি)।

‘পুষ্পা টু’ সিনেমার ‘পিলিংস’ গানটি প্রেক্ষাগৃহে মুক্তির আগেই প্রকাশ করেন নির্মাতারা। এ গানে আল্লু অর্জুনের কোলে উঠে নাচতে দেখা যায় রাশমিকাকে। এ নিয়ে অন্তর্জালে সমালোচনা কম হয়নি। কিন্তু গানটির শুটিং করার সময়ে আল্লু অর্জুনকে আহত করেছিলেন রাশমিকা। 

বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে রাশমিকা মান্দানাকে বলেন, “একদিন নাচের স্টেপ অনুশলীন করছিলাম। হঠাৎ আমার হাতের চুড়ির আঘাত লাগে তার (আল্লু অর্জুন) হাতে এবং সঙ্গে সঙ্গে রক্তপাত শুরু হয়। আমার খুব খারাপ লাগছিল। দ্রুত আমি আল্লু অর্জুন স্যারের হাতের কাটা অংশ চেপে ধরি। হাতে ব্যান্ডেজ লাগানোর পর আমি তার হাতের দিকে তাকিয়ে ছিলাম। তখন তিনি বলেছিলেন, ‘ওকে! এটা নাচ, এমনটা ঘটতেই পারে।’ কিন্তু আমি তাকে আঘাত দিতে চাইনি।”

‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির কয়েক দিন আগে, ‘পিলিংস’ গানের শুটিং করেন আল্লু অর্জুন-রাশমিকা। এ তথ্য উল্লেখ করে রাশমিকা মান্দানা বলেন, “পুষ্পা টু’ সিনেমা মুক্তির কয়েক দিন আগে ‘পিলিংস’ গানের শুটিং করেছি। পাঁচ দিন লেগেছে পুরো গানের শুটিং করতে।”

‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।