অভিষেক ম্যাচেই আলো ছড়ালেন অস্ট্রেলিয়ার কিশোর স্যাম কনস্টাস। ভয়ডরহীন আর আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনি মুগ্ধ করেছেন ক্রিকেটপ্রেমীদের। আজ বৃহস্পতিবার ভারতের বিপক্ষে বক্সিংডে টেস্টে ১৯ বছর ৮৫ দিন বয়সে অভিষেক হয় তার। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬৫ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
ইনিংসের গোড়াপত্তন করতে নেমে বুমরাহর করা প্রথম ওভারে বেশ নড়বড়ে ব্যাটিং করেন কনস্টাস। কোনো রান পাননি সে ওভারে। এরপর বুমরাহর পরের ওভারে নেন ২ রান। পঞ্চম ওভারেও কোনো রান নিতে পারেননি তিনি।
৬ ওভার শেষে ২১ বল খেলে ৫ রান করেন কনস্টাস। ছিল না কোনো বাউন্ডারি। তবে সপ্তম ওভারে বুমরাহকে বেধড়ক পেটান তিনি। প্রথম বলে স্কুপ শটে বাউন্ডারি হাঁকান। পরের বলটিও স্কুপ শট খেলে ছক্কায় পরিণত করেন। রিভার্স স্কুপে পঞ্চম বলটিও তিনি চারে পরিণত করেন। ওই ওভারে ২ চার ও ১ ছক্কায় ১৪ রান তোলেন কনস্টাস।
দশম ওভারে সিরাজকে স্কয়ার ড্রাইভে চার মারেন। এরপর একাদশতম ওভারে আবার বুমরাহকে বেধড়ক পেটান। প্রথম বলে মিড অফ দিয়ে চার মারেন। তৃতীয় বলে নেন ২ রান। এরপর চতুর্থ বলটিকে মিড অন দিয়ে নিয়ে বাউন্ডারিতে ফেলেন। পঞ্চম বলে গালি দিয়ে মেরে বাউন্ডারি পান। আর ষষ্ঠ বলটি মিড অফে পাঠিয়ে ২ রান নেন। সব মিলিয়ে বুমরাহও ওই ওভারে ১৮ রান তোলেন কনস্টাস। তাতে ১১ ওভার শেষে তার রান ৪৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৫ হয়ে যায়।
চতুর্দশ ওভারে মোহাম্মদ সিরাজকে চার মেরে অভিষেকেই ফিফটি করেন এই ব্যাটসম্যান। ৫২ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৫০ করেন কনস্টাস।
অবশ্য ২০তম ওভারে গিয়ে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ৮৯ রানের মাথায় রবীন্দ্র জাদেজার করা বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন তিনি। তার আগে ৬৫ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলে যান তিনি। তার অভিষেক ইনিংসটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত হাজার হাজার দর্শকদের চোখে লেগে থাকবে অনেকদিন।