আন্তর্জাতিক

বসনিয়া ও হার্জেগোভিনায় বিদ্যুৎবিহীন ২ লাখ বাড়ি

বসনিয়া ও হার্জেগোভিনা জুড়ে দুই লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন দিন কাটিয়েছে বুধবার। আগের দিন একটি তুষারঝড়ের কারণে বেশ কয়েকটি বলকান দেশে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির দুটি বিদ্যুৎ বিতরণ সংস্থা জানিয়েছে, প্রধানত উত্তর-পশ্চিমাঞ্চলীয় এবং মধ্য বসনিয়ায়, শহর ও গ্রামে চলমান বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে।

বুধবার অবশ্য তুষারপাত বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু অনেক রাস্তা অবরুদ্ধ ছিল, শহর ও গ্রামে প্রবেশের পথ বন্ধ হয়ে গিয়েছিল।

লেকট্রোপ্রেনোস বিআইএইচ ডিস্ট্রিবিউশন কোম্পানির মুখপাত্র জেলেনা মার্কোভিচ বলেন, “আমাদের দল এলাকাগুলোতে কাজ করছে, তাদের ক্ষমতার মধ্যে সবকিছু করছে।।” বেশিরভাগ সঞ্চালন লাইন দুর্গম এলাকায় বলে জানিয়েছেন তিনি।

প্রতিবেশী ক্রোয়েশিয়ায় জরুরি কর্মীরা জানিয়েছেন, তারা মধ্য লিকা অঞ্চলে বরফে চাপা পড়ে থাকা ৪৮ জনকে উদ্ধার করেছে।

পশ্চিম সার্বিয়াতে বুধবারের বেশিরভাগ সময় ১০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন ছিল।

তানজুগ বার্তা সংস্থা সাবাক শহরের জরুরী বিভাগের প্রধান ইভান স্পাজিককে উদ্ধৃত করে জানিয়েছে, দিনের শেষে তারা পুনরায় সংযোগ দিতে সক্ষম হয়েছেন।