সারা বাংলা

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

পাবনার সাঁথিয়ায় ট্রাক চাপায় আহত আরো একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার জনে।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর একটার দিকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল জলিল (৬৫) নামের একজন।

তিনি উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা। পেশায় দিনমজুর ছিলেন। এ ঘটনায় আহত আরো চারজনকে সাঁথিয়া হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়ায় ট্রাক চাপায় নিহত হন তিনজন দিনমজুর।

নিহত ওই তিনজন হলেন- উপজেলার রাঙামাটিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে খোকন হোসেন (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামানিক (৫০) ও একই গ্রামের সাইদ হোসেনের ছেলে রাসেল হোসেন (২৭)। 

আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। তাদের নাম পরিচয় জানা যায়নি। 

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ জানান, ভোরে দিনমজুররা পেঁয়াজ লাগানোর জন্য করিমন যোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রীরা গাড়িতে ওঠার সময় পাবনা থেকে সাঁথিয়াগামী মালবাহী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিন জন মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ আরো জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।