সারা বাংলা

খুলনায় আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা

মৃত আইনজীবীর ৯ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) আইনজীবী সমিতির সদস্য সচিব (এডহক) অ্যাডভোকেট শেখ নুরুল হাসান রুবা খুলনা থানায় এ মামলা দায়ের করেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনীর উল গিয়াস মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।” 

আসামিরা হলেন- খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক কেএম ইকবাল হোসেন। 

বাদী অভিযোগপত্রে উল্লেখ করেন, একতরফা ভোটের মাধ্যমে সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক কেএম ইকবাল হোসেন খুলনা জেলা আইনজীবী সমিতির পরিচালনার ভার গ্রহণ করেন। আইনজীবী সমিতির সদস্যদের মৃত্যুর পর তার পরিবারের সহায়তার জন্য সমিতির সদস্যরা কল্যাণ তহবিল থেকে গঠনতন্ত্র অনুযায়ী তাদের কল্যাণার্থী মৃত ব্যক্তির ওয়ারিশগণকে অর্থ প্রদান করা হয়ে থাকে।

২০২১ সালের ১৫ জুলাই আইনজীবী মো. আব্দুল মাজেদের মৃত্যু হয়। গঠনতন্ত্র অনুযায়ী মৃত আইনজীবীর ৯ লাখ টাকা পাওনা হয়। সমিতির ভাউচার, ক্যাশ বুক ও লেজার খাতায় দেখা যায় ২০২১ সালের ৩০ ডিসেম্বরে মৃত আইনজীবীর ওয়ারিশদেরকে কল্যাণ তহবিল থেকে ৯ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। প্রকৃতপক্ষে তাদের কোনো টাকা পরিশোধ করা হয়নি। জালিয়াতির মাধ্যমে সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক টাকা আত্মসাৎ করে ভুয়া কাগজ তৈরি করে পরিশোধ বলে দেখিয়েছেন।

এ প্রসঙ্গে আইনজীবী সমিতির সদস্য সচিব (এডহক) অ্যাডভোকেট শেখ নুরুল হাসান রুবা বলেন, “২০২১ সালের ১৫ জুলাই অ্যাডভোকেট আব্দুল মাজেদ মারা যান। সমিতির আইন অনুযায়ী মৃত আইনজীবীর পরিবারের সদস্যদের কল্যাণ তহবিল থেকে সাহায্য করা হয়। সাবেক সভাপতি অ্যাডভোকেট সাইফুল মৃত আইনজীবীর পরিবারকে ৯ লাখ টাকা দেওয়া হয়েছে এমন কাগজপত্র সমিতিতে দেখালেও তাদের কোনো টাকা তিনি পরিশোধ করেনি। তারা এ বছরের ৭ অক্টোবর কোনো টাকা পায়নি বলে সমিতিতে আবেদন করেন। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেছেন।”