‘২০২৬ সালের জানুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে’—এ ধরনের কোনো বক্তব্য ধর্ম উপদেষ্টা প্রদান করেননি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ধর্ম উপদেষ্টার এমন বক্তব্যকে ‘অসত্য’ দাবি করেছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমন সংবাদের প্রতিবাদ জানিয়ে বলা হয়, ‘‘২৮ ডিসেম্বর দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় মাদরাসা-ই-আবু হুরাইরা (রা.) মাঠে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ধর্ম উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেছেন; ‘আলহামদুলিল্লাহ ২০২৫ সালের শেষে অথবা ছাব্বিশ সালের প্রথমার্ধে আমাদের চিফ অ্যাডভাইজর সাহেব ঘোষণা দিয়েছেন, আমরা নির্বাচনের দিকে যাচ্ছি।’’
এ ছাড়া, ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রামের লালখান বাজার জামিয়াতুল উলুম মাদ্রাসা মাঠে এবং ২৮ ডিসেম্বর সকালে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা মাঠে ধর্ম উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, সেখানেও তিনি নির্দিষ্ট করে ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে— এ জাতীয় কোনো কথা বলেননি।
ধর্ম মন্ত্রণালয় জানায়, নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সে সময়েই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ধর্ম উপদেষ্টা বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ বা প্রচারের জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
উল্লেখ্য, ২৭ ও ২৮ ডিসেম্বর ধর্ম উপদেষ্টা নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তার অডিও উপদেষ্টার দপ্তরে সংরক্ষিত আছে।