দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে দেশটির দক্ষিণ জিওলা প্রদেশে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, জেজু এয়ারের ২২১৬ ফ্লাইটটি থাইল্যান্ড থেকে ফেরার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ল্যান্ডিং গিয়ারে পাখি ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে।
দমকল বাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।
বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিমানটিতে ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ১৭৩ জনই দক্ষিণ কোরিয়ার এবং দুই জন থাইল্যান্ডের নাগরিক ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে বিধ্বস্ত হয়। এরপর সামনের অংশে আগুন ধরে যায় এবং সেখান থেকে কালো ধোঁয়া বের হতে থাকে।
দক্ষিণ কোরিয়ার ফায়ার এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে ৩২টি ফায়ার ট্রাক কাজ করছে। এখন পর্যন্ত একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ও একজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।