ক্যাম্পাস

জুলাই আন্দোলনে প্রথম শিকার কুবি শিক্ষার্থীরা

সময়ের পরিক্রমায় বিদায় নিচ্ছে ২০২৪ সাল। এইতো আর কয়েকটা দিন মাত্র। তারপরই আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, আশা-নিরাশা, প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব-নিকাশ পেছনে ফেলে পূর্ব গগনে উঠবে নতুন বছরের সূর্য। বিদায়ী এ বছরে নানা ঘটনায় বছর জুড়ে বারবার খবরের শিরোনাম হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

সবুজে ঘেরা লালমাটির ক্যাম্পাসে ২০২৪ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য-শিক্ষক দ্বন্দ্বসহ নানা ঘটনায় আলোড়ন তুলেছিল কুবি। এক নজরে দেখে নেওয়া যাক ২০২৪ এর কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

উপাচার্য-শিক্ষক দ্বন্দ্ব চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ শিক্ষক সমিতির নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধি সহ শিক্ষকরা সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সঙ্গে দেখা করতে গেলে উপাচার্য কার্যালয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এই বাকবিতণ্ডার মাধ্যমেই উপাচার্য-শিক্ষক সমিতির দ্বন্দ্ব সামনে আসে। এ দ্বন্দ্ব এক পর্যায়ে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়।

সাত দফা দাবির বাস্তবায়ন না হওয়ায় গত ২৮ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরকে অবাঞ্চিত ঘোষণার পর উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করে কুবি শিক্ষক সমিতি। তখন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন নিজ কার্যালয়ে প্রবেশ করার জন্য প্রশাসনিক ভবনে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি উপাচার্যকে প্রবেশে বাঁধা দেয়।

এ ঘটনার সূত্র ধরে প্রথমে শিক্ষক সমিতির সঙ্গে উপাচার্যের ধাক্কাধাক্কি হয় এবং পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মারামারির ঘটনা ঘটে। ফলে একাধিকবার বন্ধ থাকে শিক্ষাঙ্গনের দুয়ার। শিক্ষক-উপাচার্য দ্বন্দ্ব সহ বিভিন্ন ছুটি মিলিয়ে প্রায় প্রায় ৫ মাসের মত বন্ধ ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

পদত্যাগের হিড়িক গত ৬ ফেব্রুয়ারি প্রশাসনের অব্যবস্থাপনার কারণ দেখিয়ে পদত্যাগ করেন কুবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ তোফায়েল হোসেন মজুমদার। এরপর ৮ ফেব্রুয়ারি প্রশাসনের আটটি অনিয়ম ও অব্যবস্থাপনাকে কারণ দেখিয়ে গণমাধ্যম উপদেষ্টা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া পদত্যাগ করেন। এরপর থেকেই শুরু হয় পদত্যাগের হিড়িক। একে একে শূন্য হতে থাকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদসমূহ। তবে শূন্য পদ নিয়েই সচল ছিল প্রশাসনিক কার্যক্রম।

জাতীয় বিজ্ঞান উৎসব ভিন্ন ভিন্ন উদ্ভাবনীর সম্মিলনে কুবি সায়েন্স ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৪। এ বিজ্ঞান মেলায় কুমিল্লা সহ আশেপাশের স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উপাচার্যের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চলতি বছরের ১০ মার্চ কুবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একটি ‘ভুয়া’ অ্যাকাউন্ট খোলা হয়। যেখানে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ভূয়া তথ্য ছড়ানো হয়। উপাচার্যের নামের ফেইক ফেসবুক একাউন্ট থেকে ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি নিষিদ্ধ করা হলো’ এমন একটি পোস্ট দেওয়ার পরই বিষয়টি সবার নজরে আসে। এ ভুয়া তথ্যে শিক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়েন।

শাখা ছাত্রলীগের সাবেক সভাপতির জামিন ২০২৩ সালের ৯ আগস্ট অস্ত্র মামলায় ১২ বছরের সশ্রম কারাদণ্ড হয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস মিয়া ওরফে ইলিয়াস হোসেন সবুজের। একই মাসের ২৩ তারিখ তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। তবে ২০২৪ সালের ২০ মে অর্থাৎ ৯ মাসের মধ্যেই তিনি জামিন পেয়ে কারাগারের বাহিরে চলে আসেন।

সাবেক সভাপতি ইলিয়াস মিয়াকে ২০১৫ সালের ২৪ এপ্রিল দুপুরে কুমিল্লার সালমানপুর ছানিয়া পিকনিক স্পট থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি তাজা গুলিসহ প্রথমে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর র‍্যাবের ডিএডি মো. মোস্তাকিম বাদী হয়ে ওইদিনই সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে ২০২৩ সালের ৯ আগস্ট কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার তাকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

রক্তাক্ত ১১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কুবি শিক্ষার্থীরাও সরব ভূমিকা রাখেন। দীর্ঘ ৩৬ দিনের এ আন্দোলনে নানা ধরনের স্লোগানে মুখরিত ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বৃষ্টি উপেক্ষা করে কুবি শিক্ষার্থীরা একাধিকবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

গত ১১ জুলাই ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে যাওয়ার সময় কুবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। তখন পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৫০ জন শিক্ষার্থী ও চারজন সাংবাদিক আহত হন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রক্তাক্তের খবর ছড়িয়ে পড়লে ফুঁসে ওঠে সারাদেশ। কুবি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে তৎক্ষণাৎ প্রতিবাদী মিছিল বের হয়।

র‍্যাংকিংয়ে উন্নতি গত ১ ফেব্রুয়ারি স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স র‍্যাংকিংয়ে বিশ্বের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রকাশিত তালিকায় ৩৮তম অবস্থান নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এরপর ১৪ মার্চ বিশ্বখ্যাত সিমাগো ইনস্টিটিউশনসের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৪ সালের র‌্যাংকিংয়ে গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবনে দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অষ্টম স্থান দখল করে নেয় বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষক-শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

শীর্ষ পদে রদবদল গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদগুলোতে পদত্যাড়ের হিড়িক পড়ে। পরে শূন্য পদগুলো পূরণের লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ পদে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হায়দার আলী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ বছরই নিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রথম উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়।

স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ বছর থেকে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করবে। গত ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৩তম অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় কুবির আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) জিএসটি ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বের হয়ে স্নাতক প্রথম বর্ষে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে  শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে ইতিবাচক দৃষ্টিতে দেখেছেন।

তথ্য ফাঁসের অভিযোগে উপাচার্যের বিরুদ্ধে মামলা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে প্রধান আসামি করে ১৯ জন এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। এ মামলায় নামধারী ১৯ আসামীর মধ্যে ১১ নম্বর আসামি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

গত ৯ অক্টোবর এনামুল হক (৩৯) নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় এ মামলাটি করেন। উপাচার্য পদে নিয়োগ পাওয়ার পরপরই এমন চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসলে শিক্ষার্থীদের মনে নানা সন্দেহের জন্ম দেয়।

যাদের হারিয়েছে কুবি এ বছরের ১৪ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন খান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী মো. আবদুল কাইয়ুম। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় জুড়ে নামে শোকের ছায়া।