হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ।
তিনি বলেন, ‘‘শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি ছোরা, ২টি রামদা ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।’’
গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে স্বপন মিয়া (২৮), সদর উপজেলার সুঘর গ্রামের কদ্দুছ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩২) ও সিলেটের ওসমানী নগর উপজেলার থানাগাঁও গ্রামের আলাই মিয়ার ছেলে সুজন মিয়া (২২)।