শেরপুরে বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় শেরপুর-ময়মনসিংহ এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- অটোরিকশাচালক লোকমান হোসেন (৩৮), অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান (৭৮), তার স্ত্রী উম্মে কুলসুম (৬৫), কামরুজ্জামান বাবু (২৮), তার বোন মাইশা তাসলিমা মীম (২২) ও নিনা রানী (৪৫) নামের এক নারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৫ যাত্রী নিহত হন। গুরুতর আহতাবস্থায় এক জনকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী তৌহিদ মিজান নামে এক জন বলেন, ‘‘অটোরিকশার সামনে একটি কুকুর চলে আসলে চালক সেটি বাঁচানোর চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি বাসের নিচে চলে যায়।’’
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়েদুল আলম বলেন, ‘‘দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
শেরপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, ‘‘বেপরোয়া গতি কারণে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’’