জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডকটমের বিভিন্ন বিভাগের ছয় সাংবাদিক ত্রৈমাসিক মূল্যায়নের ভিত্তিতে পুরস্কৃত হয়েছেন।
প্রতি তিন মাস পরপর এই পুরস্কার দিয়ে থাকে রাইজিংবিডি ডটকম কর্তৃপক্ষ।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে রাইজিংবিডির জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক রাহাত সাইফুলকে।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকার মিরপুর-১ এর মাজার রোডে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কারের নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক উজ্জ্বল। তারা নিজ নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর- এই তিন মাসে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন বিশেষ প্রতিবেদক কেএমএ হাসনাত ও নিজস্ব প্রতিবেদক (স্পোর্টস) মো. সাইফুল ইসলাম রিয়াদ।
মতামত বিভাগে পুরস্কার পেয়েছেন প্রধান প্রতিবেদক হাসান মাহমুদ।
সম্পাদনা বিভাগে সিনিয়র সাব-এডিটর ও শিফট-ইনচার্জ তানজিনা আফরিন ইভা পুরস্কার পেয়েছেন। মাল্টিমিডিয়া বিভাগে সাব-এডিটর ইয়াসমিন আক্তার সুমি পুরস্কৃত হয়েছেন।
সেরা মফস্বল প্রতিবেদনের জন্য এবার পুরস্কৃত হয়েছেন কুষ্টিয়া প্রতিনিধি কাঞ্চন হালদার।
সংবর্ধনা দেওয়া হয় রাহাত সাইফুলকে
রাইজিংবিডির বার্তা সম্পাদক রাসেল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান, নির্বাহী সম্পাদক তাপস রায়, স্কাইরুট মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম মিল্টন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।
অন্যান্যের মধ্যে সহকারী বার্তা সম্পাদক সাইফ বরকতুল্লাহ, মফস্বল বিভাগের ইনচার্জ ইবনুল কাইয়ুম সনি, জ্যেষ্ঠ সহ-সম্পাদক শাহ মতিন টিপু, জ্যেষ্ঠ প্রতিবেদক মাকসুদুর রহমান, নুরুজ্জামান তানিম, ইয়াসিন হাসান, নাজমুল ইসলাম ফারুক, আসাদ আল মাহমুদসহ রাইজিংবিডির বিভিন্ন বিভাগের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।