সারা বাংলা

সাদপন্থিদের মসজিদে প্রবেশ ও আমল নিষিদ্ধ চান জুবায়েরপন্থিরা 

তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের নিষিদ্ধ করাসহ পাঁচদফা দাবি তুলে ধরেছেন রাজশাহীর মাওলানা জুবায়েরপন্থিরা। দেশের সব মসজিদে সাদপন্থিদের প্রবেশ ও আমল নিষিদ্ধ করারও দাবি জানান তারা। 

ররিববার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় রাজশাহী নগরের উপশহর মারকাজ মসজিদ চত্বরে সংবাদ সম্মেলন করে তারা এ সব দাবি তুলে ধরেন।

তাদের দাবিগুলো হলো, টঙ্গীর ইজতেমা ময়দানে জুবায়েরপন্থিদের ওপর হামলাকারী সাদপন্থিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; রাজশাহী মহানগর ও জেলার সকল মসজিদে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা; রাজশাহীর সাদপন্থিদের গ্রেপ্তার, গত ১৮ ডিসেম্বরের ওই ঘটনার সময় রাজশাহীর যেসব সাদপন্থি ইজতেমা ময়দানে হত্যার সঙ্গে জড়িত ছিলেন, তাদের দ্রুত গ্রেপ্তার এবং দেশের মসজিদে সাদপন্থিদের প্রবেশ ও আমল নিষিদ্ধ করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবদুল্লাহ তালহা। তিনি বলেন, সাদপন্থিদের বর্বরতা দেশ ও বিদেশে ইসলাম এবং শান্তিপ্রিয় মুসলমানদের ব্যাপারে ভুল মেসেজ পৌঁছে দিচ্ছে। তাই তাবলিগের নামে এ জাতীয় কার্যকলাপ বাংলাদেশের মতো শান্তিপ্রিয় মুসলিম দেশে চলতে দেওয়া যায় না। তাই তারা সাদপন্থিদের সবখানে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন।

এ দিন উপশহর মারকাজ মসজিদে জুবায়েরপন্থিদের যাওয়া নিয়ে আগে থেকে উত্তেজনা ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন ছিল। তাই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।