ক্যাম্পাস

শীতার্তদের পাশে বাকৃবি রোটার‌্যাক্ট ক্লাব

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

রবিবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানে ১০০ জন শীতার্তকে এসব বস্ত্র প্রদান করা হর্য়েছে।

রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রোটা. আফরিনা রওশন দিপ্তীর সভাপতিত্বে ও রোটার‌্যাক্ট আসিফ মাহমুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম ও অধ্যাপক ড. মো. আবুল মঞ্জুর খান।

এ সময় প্রধান অতিথি ড. মো. শহীদুল হক বলেন, “বিজয়ের মাসে এমন একটি উদ্যোগ আমাদের মানবিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান থাকবে, অপ্রয়োজনীয় খাতে অর্থ ব্যয় না করে মানবিক কাজে নিজেদের নিয়োজিত করুন।”