জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে শহরতলীর ছনকান্দা এলাকার ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র ও ছনকান্দা এলাকার আহামিদুর রহমানের ছেলে আফিফ (১৫), দশম শ্রেণির ছাত্র ও এজাদ মিয়ার ছেলে রাহি (১৫) ও ঢাকার পিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্র ও রাজা মিয়ার ছেলে রওশন (১৭)। তারা মামাত-ফুপাত ভাই।
নিহতের স্বজনেরা জানান, বছর শেষে স্কুলের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে আসে রওশন। দুপুরে দুই মামাত ভাই আফিফ ও রাহিসহ স্থানীয় বন্ধুদের নিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলতে যায়। খেলা শেষে নদে গোসল করতে নামলে পাঁচজন পানিতে ডুবে যায়। স্থানীয়রা দুইজনকে জীবিত উদ্ধার করতে পারলেও তিনজন নিখোঁজ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সিদ্দিকুর রহমান বলেন, তারা বিকেল সোয়া ৩টার দিকে খবর পান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডুবুরি নামিয়ে একে একে তিনটি মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সাড়ে ৪টার দিকে অভিযান শেষ হয়।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান। বিষয়টি তদন্তের জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। শোকাহত পরিবারের যে কোনো সহায়তার ব্যবস্থা করা হবে।