সারা বাংলা

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে আরাফাত হোসেন (২০) নামে যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা ট্রেনে কাটা পড়েন তিনি।

নিহত আরাফাত হোসেন উপজেলার আড়পাড়া এলাকার শফিউদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

আরাফাত হোসেনের বাবা শফিউদ্দিন জানান, আরাফাত দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর খবর পেয়ে গিয়ে দেখেন, আরাফাতের দ্বিখণ্ডিত মরদেহ। কীভাবে কী হলো কিছুই বুঝতে পারছেন না।

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার তৌহিদুর রহমান জানান, মোবারকগঞ্জ স্টেশন ও বাবরা রেলগেটের মাঝখানে ৩২নং ব্রিজের কাছে এ দুঘর্টনা ঘটেছে। যশোর থেকে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে। 

তিনি বলেন, ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।