ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটায় আজ রোববার (২৯ ডিসেম্বর, ২০২৪) পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে প্রথমবার আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১১ ম্যাচ খেলে ৭টিতে জিতে ও ১ ড্র করে ৬৬.৬৭ শতাংশ জয়ের হার নিয়ে ফাইনালে নাম লিখিয়েছে তারা। তাদের পেছনে রয়েছে অস্ট্রেলিয়া ও ভারত।
লক্ষ্যটা অবশ্য খুব বড় ছিল না। ১৪৮ মাত্র। কিন্তু তৃতীয় দিনে সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছিল প্রোটিয়ারা। তাতে ধারনা করা যাচ্ছিল ১৪৮ রান ছোঁয়াটা তাদের জন্য সহজ হবে না। হলোও তাই। ৩৯.৩ ওভারে ১৫০ রান করতে ৮টি উইকেট হারাতে হয়েছে। অবশ্য ২ উইকেটের দারুণ জয়ে নিশ্চিত হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
আগের দিন ২২ রান নিয়ে অপরাজিত থাকা এইডেন মার্করাম ও শূন্যরানে অপরাজিত থাকা টেম্বা বাভুমা আজ রোববার চতুর্থ দিনে ব্যাট করতে নামেন। ৬২ রানের মাথায় মার্করাম ৬ চারে ৩৭ রান করে ফিরলে ভাঙে এই জুটি।
সেখান থেকে বাভুমা ও ডেভিড বেডিংহ্যাম ৩৬ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন। কিন্তু ৯৬ থেকে ৯৯ রানে যেতে চার-চারটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। ৯৬ রানের মাথায় বাভুমা ফিরেন ৪টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪০ রান করে। ৯৯ রানের মাথায় কাইল ভেরেইনি আউট হন ২ রানে। একই রানে বেডিংহ্যাম ফিরেন ২ চারে ১৪ করে। আর করবিন বোশ ফিরেন গোল্ডেন ডাক মেরে।
সেখান থেকে মার্কো জানসেন ও কাগিসু রাবাদা নবম উইকেটে ৫১ রানের মহামূল্যবান জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। রাবাদা ছিলেন বেশ মারমুখী। তিনি ২৬ বলে ৫ চারে ৩১ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৩ চারে ১৬ রানে অপরাজিত থাকেন জানসেন।
বল হাতে পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ৫৪ রান দিয়ে ৬টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন খুররম শাহজাদ ও নাসিম শাহ। প্রথম ইনিংসে ৮৯ ও দ্বিতীয় ইনিংসে ৩৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন মার্করাম।