জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী উল্কা-৪ বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে বাসচালকসহ অন্তত নয়জন শিক্ষার্থী আহত হয়েছেন।
জবির ভুক্তভোগী বাসচালকের নাম জগদীশ। তবে আহত অন্য শিক্ষার্থীদের নাম জানা যায়নি।
রবিবার (২৯ ডিসেম্বর) ঢাকার মহাখালী বাস টার্মিনাল এলাকায় একতা পরিবহনের চালক ও তাদের সহকারীসহ অন্যান্য স্টাফরা এ হামলা চালায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একতা পরিবহনের স্টাফরা গাড়ি থামিয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়ির ভেতর লাঠিসহ প্রবেশ করে শিক্ষার্থীসহ চালককে আক্রমণ করে। এতে শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। হামলার সময় শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে গেলে চালককে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া তার চোখের মারাত্মক ক্ষতি হয়েছে। তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।
জবির বাসচালক আহত জগদীশ বলেন, “মহাখালী বাস টার্মিনালে আমাদের গাড়ির সামনে একতার বাস ছিল। একতা বাসের সামনে কোনো গাড়ি ছিল না। তাদের বারবার সাইড দেওয়ার কথা বললেও তারা তা না করে গাড়ি থেকে হেল্পার ও ড্রাইভার লাঠি নিয়ে আমাদের ওপর হামলা করে। সেখানে একতা বাসের আরও অনেক কর্মচারি ছিলেন। তারাও আমাদের ওপর হামলা চালান। হামলা করে আমার হাত ভেঙে দিয়েছে এবং পুরো শরীরে জখম করেছে। চোখে আঘাত করেছে। আমি তাদের বিচার চাই।”
এ বিষয়ে জবির পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. ওমর ফারুক বলেন, “আমাদের চালক জগদীশ মারাত্মক আহত। তার চোখটা ঠিক থাকবে কি-না নিশ্চিত না। আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছে। শুধু জবির বাস না, কোনো বিশ্ববিদ্যালয়ের বাসেই এমন হামলা কাম্য নয়।”
তিনি বলেন, “ঘটনার পর একতা পরিবহনের ওই বাসের চালক ও তার সহকারী পলাতক। একতা বাসের মালিকপক্ষ এসেছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। তারাও বিষয়টির সমাধান চায়। জবির কোনো বাসে যেন এমন হামলা আর না হয়, তা নিশ্চিত করতে আমরা তাদের সঙ্গে কথা বলছি। একটা সমাধান আসবে।”
এদিকে, বিকেলে ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিষয়টি সমাধানে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনায় বসেন। পারস্পরিক আলোচনার পর বিশ্ববিদ্যালয়ের বাস মেরামত, আহতদের চিকিৎসা ব্যয় বহন এবং হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনার সম্মতির ভিত্তিতে দুই পক্ষের সমঝোতায় বিষয়টি সুরাহা হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “আমরা বিষয়টির একটি সুরাহা করেছি। শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও একতা পরিবহনের মালিকপক্ষ এসেছিল। তারা বিশ্ববিদ্যালয়ের বাস মেরামত, আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরও বিরুদ্ধেও তারা ব্যবস্থা নেবে।”