ক্যাম্পাস

নোবিপ্রবির অন্যরকম একটি বছর

বিদায় নিচ্ছে ২০২৪। ইতিহাসের পাতায় যুক্ত হচ্ছে আরও একটি বছর। এ বছরের জুলাইয়ে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের লাগাতার কর্মবিরতি এবং কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজপথে শিক্ষার্থীদের আন্দোলনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির ছিল।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট সরকার পতনের পর সাবেক উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা পদত্যাগে সংকট তীব্র আকার ধারণ করে। এর প্রায় দুই মাস পর সেপ্টেম্বরে স্বাভাবিক গতিতে ফিরে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। নতুন উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ পদে নিয়োগ, রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ, শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান, শিক্ষার্থীর মৃত্যু, শিক্ষক- শিক্ষার্থীদের অর্জনসহ বছরব্যাপী নানা ঘটনার সাক্ষী হয় নোবিপ্রবি।

উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ পদে রদবদল ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর ৯ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রক্টর, আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালক এবং পাঁচ হলের প্রাধ্যক্ষ এক যোগে পদত্যাগ করেন। এর মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের শীর্ষপদগুলো ধারাবাহিকভাবে শূন্য হতে থাকে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১০ আগস্ট কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ২০ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম, ২১ আগস্ট উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী পদত্যাগ করেন।

গত ৫ সেপ্টেম্বর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এর আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

এছাড়া ২৯ অক্টোবর উপ-উপাচার্য পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক, গত ১৫ ডিসেম্বর কোষাধ্যক্ষ পদে নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ), গত ১৯ ডিসেম্বর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী নিয়োগ পান।

আবহাওয়া ও আন্দোলনে ব্যাহত শিক্ষা কার্যক্রম তীব্র দাবদাহের কারণে ২২ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত নোবিপ্রবিতে অনলাইনে ক্লাস ও সশরীরে পরীক্ষা নেয় প্রশাসন। পরবর্তীতে ১ জুলাই থেকে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি এবং কোটা আন্দোলনে বন্ধ হয়ে যায় ক্লাস-পরীক্ষা কার্যক্রম। দীর্ঘ ৬৯ দিন পর ৮ সেপ্টেম্বর থেকে একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয়।

পিএইচডি কার্যক্রম ও অনলাইন পেমেন্ট চালু বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগে দুই শিক্ষার্থী এবং ফার্মেসি বিভাগে তিন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে পিএইচডি কার্যক্রম চালু হয়। এছাড়া শিক্ষার্থীদের ফি প্রদানে ভোগান্তি দূর করতে সোনালী ব্যাংক পিএলসির সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইন পেমেন্ট কার্যক্রম গত ১০ অক্টোবর শুরু হয়েছে।

রাজনীতি নিষিদ্ধ নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনীতি এবং রাজনৈতিক প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করে গত ৯ আগস্ট রিজেন্ট বোর্ডের জরুরি সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর থেকে কার্যত বন্ধ হয়ে যায় ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর কার্যক্রম। তবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রদলের বিভিন্ন কার্যক্রম আয়োজন করতে দেখা গেছে।

শাস্তির মুখোমুখি শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১১ সেপ্টেম্বর সাবেক কোষাধ্যক্ষ ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়ন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, শিক্ষা বিভাগের অধ্যাপক ড. বিপ্লব মল্লিক ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক বাদশা মিয়া, গত ১০ সেপ্টেম্বর বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো.আনোয়ার হোসেনকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়।

শিক্ষার্থীকে যৌন হেনস্থা ও বিয়ের প্রলোভনে প্রেমের অভিযোগে গত ১০ অক্টোবর বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এইচ. এম. মোস্তাফিজুর রহমানকে সব ধরনের দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অন্যদিকে, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ফিমস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফিল্ড ট্যুরের বাসে হামলার ঘটনায় ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তারেক রহমান ইমনকে এক বছরের জন্য বহিষ্কার ও ৫০০০ টাকা জরিমানা এবং আইসিই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল হক তুহিনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়।

এনিম্যাল রিসার্চ ও আন্তর্জাতিক কর্ণার নীল দীঘি সংলগ্ন ল্যাবরেটরি অব এনিম্যাল রিসার্চ (এনিমেল হাউজ) এ প্রথমবারের মতো পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সহিদ সারওয়ার। পরে ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের নীল দীঘি সংলগ্ন ল্যাবরেটরি অব এনিম্যাল রিসার্চের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও গত ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড কোলাবরেশন সেন্টারে আন্তর্জাতিক কর্ণার উদ্বোধন করা হয়েছে।

দেশীয় ও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান ওয়েবমেট্রিক্সের র‌্যাঙ্কিং-২০২৪ এ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১২তম নোবিপ্রবি। জানুয়ারিতে প্রকাশিত আলপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাঙ্কিংয়ের ২০২৪ সালের প্রতিবেদনে বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পায় নোবিপ্রবির বিভিন্ন বিভাগের ১৯৮ শিক্ষক-শিক্ষার্থী। গবেষক সংখ্যায় বিজ্ঞান ও প্রযুক্তিতে দ্বিতীয় স্থান অর্জনের পাশাপাশি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সপ্তম স্থান অর্জন করে নোবিপ্রবি।

পরবর্তীতে এ বছরের অক্টোবরে প্রকাশিত আলপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাঙ্কিংয়ের ২০২৫ এর প্রতিবেদনে বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পায় নোবিপ্রবির বিভিন্ন বিভাগের ৩৪২ শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষক সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২০তম স্থান অর্জন করে। স্পেনের সিমাগো র‍্যাংকিং ২০২৪ এ গবেষণায় বিজ্ঞান ও প্রযুক্তিতে পঞ্চম এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৪ তম হয়। জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে সিন্যাপ্সের প্রকাশিত র‍্যাংকিং ২০২৪ এ দুই ধাপ পিছিয়ে ৩৮তম হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সেইবার কর্পোরেশনসহ বিভিন্ন দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে- তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়, রিপাবলিক অব কোরিয়ার গিয়ংসান ন্যাশনাল ইউনিভার্সিটি, নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয় অন্যতম।

গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবন প্রথমবারের মতো স্মার্ট সেমিনার লাইব্রেরি ম্যানেজমেন্ট ওয়েবসাইট চালু করা হয়। ২৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ডি-নথির যুগে পদার্পণ করে। ৮ মে প্রথমবারের মতো আয়োজিত উদ্ভাবন প্রদর্শনীতে শিক্ষার্থীদের নয়টি, শিক্ষকদের নয়টি ও কর্মকর্তাদের পাঁচটির মধ্যে সেরা উদ্ভাবন হিসেবে নির্বাচিত হয় ‘পারিতোষিক বিল ম্যানেজমেন্ট সফটওয়ার ডেভেলপমেন্ট’। এটি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির সহকারী অধ্যাপক মো. ইফতেখার আলম ইফাত ও তার দল উদ্ভাবন করেন।

আইডি কার্ড প্রদান কার্যক্রমকে গতিশীল করতে অটোমেটিক আইডি কার্ড জেনারেশন সফটওয়্যার তৈরি করে সাইবার সেন্টার, সাইবার সেন্টার পরিচালিত ‘এনএসটিউ আইডি কার্ড এক্সপ্রেস’ও ‘প্রশান্তি’ সফটওয়্যারের লোগো ডিজাইন করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সৌমেন চৌধুরী।

নোবিপ্রবি ও স্পৃহা বাংলাদেশ এর যৌথ আয়োজনে বিভিন্ন বিভাগের ১৩ জন শিক্ষার্থী মাইক্রোসফটের সার্টিফাইড সিস্টেমের  প্রশিক্ষণ গ্রহণ করেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অর্থায়নে কৃষি বিভাগের সহযোগিতায় ৬ জুন কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ বিষয়ক সেমিনার ও কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলার আয়োজিত হয়। ইউএনডিপি ‘ফিউচার নেশন’ প্রকল্পের আওতায় ব্যবসায় ও সামাজিক ক্ষেত্রে ইংরেজি ও প্রযুক্তি দক্ষতা বিষয়ক কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পায়। এছাড়া লাভজনক মাছ চাষ নিয়ে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত আমেরিকান দূতাবাসের এগ্রিকালচার এ্যাটাচি সারাহ গিলেস্কি।

ফেলোশিপ, গবেষণা অনুদান ও পুরস্কার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ইউজিসি পিএইচডি ফেলোশিপ ২০২২-২৩, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রাধীন ২০২৩-২৪ অর্থ বছরে মুক্তিযুদ্ধ গবেষণা অনুদান, ২০২৩-২৪ অর্থবছরে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি  ফেলোশিপ ট্রাস্টের পিএইচডি ফেলো, যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে দ্বিতীয় রাউন্ডে উদ্ভাবনীমূলক কাজে প্রকল্প অনুদান, বাঘা যতীন গবেষণা কেন্দ্র প্রবর্তিত পুরস্কার-২০২৩, এশিয়া এডুকেশন অ্যাওয়ার্ড-২০২৪, জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ‘দ্য মোস্ট ভ্যালুয়েবল পেপার অ্যাওয়ার্ড-২০২৪’ লাভ করেন। এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মেধাবৃত্তি পেয়েছেন নোবিপ্রবির বিভিন্ন অনুষদের সাত শিক্ষার্থী।

প্রথম আয়োজন গত ১৮ ডিসেম্বর রিসার্চ সেল আয়োজিত ‘মিট আপ উইথ ভাইস-চ্যান্সেলর’ শীর্ষক ভিন্নধর্মী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত ফলাফলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া ২৪ এর মঞ্চের আয়োজনে ১২ সেপ্টেম্বর কাওয়ালী সন্ধ্যা ও শানে মোস্তফা (সা.), ১ অক্টোবর ইসলাম প্র‍্যাক্টিশনার্স সোসাইটির আয়োজনে সিরাত কনফারেন্স, দাওয়াহ সার্কেলের আয়োজনে ৩ নভেম্বর সিরাত মাহফিল, ইয়ুথ সার্কেলের আয়োজনে ১০ নভেম্বর জুলাই বিল্পবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

চার শিক্ষার্থীর মৃত্যু ১২ জানুয়ারি ইতালির মিলানের একটি হাসপাতালে সিএসটিই বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ইসমাইল হোসেন, স্ট্রোকজনিত কারণে গত ২৭ সেপ্টেম্বর ফার্মেসি বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী তনয় মজুমদার, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৩০ অক্টোবর শিক্ষা প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: মোস্তফা তারেক সিয়াম মৃত্যুবরণ করেন। এছাড়া প্রবাসী স্বামীর পরকিয়ার কারণে ২৬ এপ্রিল বিষপান করে আত্মহত্যা করেন ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্রী আনিকা বিনতে ইউসুফ।

ছাত্রী হলে অগ্নিকাণ্ড বিশ্ববিদ্যালয়ের বিবি খাদিজা হলে গত ১৩ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে হল থেকে বের হতে গিয়ে দুই ছাত্রী আহত হন। এ ঘটনায় গত ১৪ নভেম্বর বিভাগগুলোতে চলমান সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাতীয় বিতর্ক উৎসব ১৩ বছর পর নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির আয়োজনে ৩২টি বিশ্ববিদ্যালয়ের টিমের অংশগ্রহণে ৩১ মে থেকে ১ জুন পর্যন্ত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের চ্যাম্পিয়ন হয় ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি এবং রানার আপ হয়েছে আহসানউল্ল্যাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব।

মানবিক নোবিপ্রবি আগস্টের ভয়াবহ বন্যায় বানভাসিদের আশ্রয় দিতে খুলে দেওয়া হয় অডিটোরিয়াম। যেখানে প্রায় ২৫০ বানভাসি মানুষ আশ্রয় নেন। নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে বন্যার্তদের পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউটসসহ ২০টির বেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে ‘বন্যার্তদের পাশে নোবিপ্রবিয়ান’ নামক ফেসবুক গ্রুপের মাধ্যমে গত ২২ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩০ টন ত্রাণ সহায়তা এবং দেড় হাজারের বেশি বানভাসি মানুষকে উদ্ধার করে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেন শিক্ষার্থীরা। নোবিপ্রবি শিক্ষার্থীদের এই কার্যক্রমে দেশের প্রায় ১৫টি বিশ্ববিদ্যালয়, তিনটি মেডিকেল কলেজ, চারটির বেশি মানবাধিকার সংস্থা এগিয়ে আসে।

সাড়ে ৩ লক্ষাধিক টাকার ওষুধ ও জরুরি চিকিৎসা সামগ্রী দেয় ফার্মেসি বিভাগ, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা একদিনের বেতন প্রদান করে, বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ জন কৃষকের মাঝে ধানের চারা, সবজি বীজ, চারা এবং সার ও কীটনাশক বিতরণ করে নোবিপ্রবির কৃষি বিভাগ। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা এবং অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার সহায়তা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রকাশ্যে ছাত্রশিবির নোবিপ্রবির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রায় ৩০০ নবীন শিক্ষার্থীদের বরণের মাধ্যমে গত ৫ ডিসেম্বর প্রকাশ্যে আসে নোবিপ্রবি শাখা ইসলামী ছাত্রশিবির। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দীর্ঘ ১৯ বছর পর প্রকাশ্যে এসেছে এ সংগঠনটি।