ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ ডিসেম্বর) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৪২টি কোম্পানির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত আছে ৭১টির।
এদিন ডিএসইতে মোট ৩৭৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৮১৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১.৭৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৭৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.২৪ পয়েন্ট বেড়ে ৯৩৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৫৯.৮৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৮৬ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৩টি কোম্পানির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।
দিন শেষে সিএসইতে ৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।