অর্থনীতি

ব্যাংকের পর্ষদ সভায় পরিচালকদের সম্মানির বিষয়ে নতুন নির্দেশনা

ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটি এবং অন্যান্য সভায় উপস্থিতির জন্য সম্মানির বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের পরিচালকরা প্রতি মাসে কয়টি সভায় উপস্থিতি সম্মানি পাবেন, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদের গঠন এবং পরিচালদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত নীতিমালা সম্পর্কিত সার্কুলার ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি জারি করা হয়। ওই সার্কুলারের অনুচ্ছেদ ১২ এর মাধ্যমে পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভা, পরিচালকদের সম্মানি ও অন্যান্য আর্থিক সুবিধাদির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সার্কুলারের অনুচ্ছেদ ১২.২ (খ)  প্রতিস্থাপনের মাধ্যমে পরিচালকদের সভায় উপস্থিতির সম্মানির বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হলো।

নতুন নির্দেশনা বলা হয়েছে, ব্যাংক-কোম্পানির পর্ষদ ও অন্যান্য কমিটির সভায় উপস্থিতি যথাসম্ভব সীমিত রাখা উচিত। তবে, প্রয়োজনে কোনো মাসে ব্যাংক-কোম্পানির পর্ষদ ও অন্যান্য কমিটির যত সংখ্যক সভা হোক না কেন, প্রতি মাসে পরিচালকরা সর্বোচ্চ পরিচালনা পর্ষদ এবং নির্বাহী কমিটির সম্মিলিতভাবে ছয়টি সভায়, অডিট কমিটির একটি সভায় ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির একটি সভায় উপস্থিত থাকার জন্য সম্মানি পাবেন। এছাড়া, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জারি করা সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।