শেষ হচ্ছে ২০২৪। এই বছরের ডিসেম্বরে ৬টি বিমান দুর্ঘটনায় পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এসব বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারায় ২৩৬ জন।
রবিবার (২৯ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার মুয়ানে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে জেজু এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ বিমান। এই বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত ১৭৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির প্রশাসন।
গত বুধবার (২৫ ডিসেম্বর) দুর্ঘটনার মুখে পড়ে আজারবাইজান এয়ারলাইন্সের ইআরজে-১৯০ বিমান। সেটির গন্তব্য ছিল রাশিয়া। স্থানীয় সময় ভোর ৩টা ৫৫ মিনিটে বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের গ্রজনির উদ্দেশে সেটি রওনা দিয়েছিল। কাজাখস্তানের আকতুতে কাসপিয়ান সাগরের পূর্ব উপকূলে আচমকা বিমানটি দুর্ঘটনার শিকার হয়। ঘন কুয়াশার কারণে সেটির পথ ঘুরিয়ে দেওয়া হয়েছিল। কাজাখস্তানের বিমানবন্দরে তার জরুরি অবতরণ করার কথা ছিল। কিন্তু অবতরণের আগে বিমানটি নিয়ন্ত্রণ হারায়।
রুশ সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, একঝাঁক পাখির সাথে ধাক্কা খেয়ে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়েছে। কিন্তু রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী আজারবাইজান এয়ারলাইনসের বিমানটিকে মিসাইলের আঘাতে কাজাখস্তানে ভূপাতিত করেছে বলে দাবি করেছে আজারবাইজানের তদন্ত কমিটি। তবে এখনো দুর্ঘটনার কারণ নিশ্চিত করে জানানো হয়নি।
গত ২২ ডিসেম্বর দক্ষিণ ব্রাজিলের পর্যটন শহর গ্রামাদোতে ১০ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় একটি বিমান। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় বিমানের সব যাত্রীর। যাত্রিবাহী বিমানটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির চিমনিতে ধাক্কা মারে। এর পর আরো একটি বাড়ির দোতলায় গিয়ে দ্বিতীয়বার ধাক্কা খায় সেটি। শেষে বিমানটি একটি দোকানের ওপর হুড়মুড়িয়ে পড়ে। মুহূর্তে আগুন ধরে যায় সেটিতে।
একই দিনে পাপুয়া নিউ গিনিতে একটি বিমান ধসে পড়ে ৫ জন নিহত হয়।
১৮ ডিসেম্বর আর্জেন্টিনার সান ফার্নানদো বিমানবন্দরের কাছে একটি বিমান গাছে এবং পাঁচিলে ধাক্কা খায়। তার পরেই আগুন লেগে যায় বিমানটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিমানের দুই পাইলটের। ১৭ ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জের হনুলুলু বিমানবন্দরের কাছে একটি পণ্যবাহী বিমান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। কী কারণে বিমানটি ধস হয়, তা এখনো স্পষ্ট নয়।
সূত্র: রয়টার্স, আনন্দবাজার