সারা বাংলা

মাদারীপুরে টার্মিনালে সার্ভিসিংয়ে থাকা বাসে আগুন

মাদারীপুর শিবচরের পৌর বাস টার্মিনালে সার্ভিসিংয়ের জন্য রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ জানায়, জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য মনির হোসেনের মালিকানাধীন একটি বাস জেলার শিবচর পৌর বাস টার্মিনালে সার্ভিসিংয়ের জন্য রাখা ছিল। গতকাল রবিবার রাতে বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মালবাহী পিকআপ ভ্যানের চালক বাসে আগুন দেখে চিৎকার দিলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন।

ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। আজ সকালে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবচর থানার ওসি মো. মোখতার হোসেন বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মালবাহী পিকআপের চালক বাসটি আগুনে পুড়তে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা এসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইঞ্জিনের ত্রুটি থেকে অগ্নিকাণ্ড নাকি নাশকতা তা তদন্ত করা হচ্ছে।