অর্থনীতি

মঙ্গলবার ব্যাংক হলি ডে, লেনদেন বন্ধ

আগামীকাল মঙ্গলবার (৩১ ডি‌সেম্বর) ব্যাংক হলি ডে। এদিন ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। তবে, নিজেদের আর্থিক হিসাব মেলাতে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। সেগুলোতে শুধু দাপ্তরিক কার্যক্রম চলবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বর্ষের আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। এদিন ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হয় না। তবে, এ সময় গ্রাহকরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা তুলতে পারবেন।

একইভাবে ১ জুলাইয়েও ব্যাংক হলি ডে। ওই দিন ব্যাংকগুলোতে অর্ধবার্ষিক প্রতিবেদন করা হয়। নীতি অনুযায়ী, ব্যাংক হলি ডে-তে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করে না।