সচিবালয়ে অবস্থিত ইডেন ভবন গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, ‘‘আইনশৃঙ্খলা বাহিনী ৭ নম্বর ভবনটি গণপূর্তের কাছে হস্তান্তর করেনি। অ্যাসেসমেন্ট করে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন দেবে। তখন আমরা বুঝতে পারব এটি সংস্কার করতে কতদিন সময় লাগবে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে গণপূর্ত বিভাগের কোনো গাফিলতি ছিল না।’’
সোমবার (৩০ ডিসেম্বর) আগুনে পুড়ে যাওয়া ভবনের সামনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘‘গত বুধবার আগুন লাগার সাথে সাথে আমরা গণপূর্তের কর্মকর্তা এসেছি। ফায়ার সার্ভিসকে গণপূর্ত বিভাগ থেকে সর্বোচ্চ সহায়তা করা হয়েছে। ভবনটিতে ছয়টি মন্ত্রণালয় রয়েছে। প্রতিটি ফ্লোরে ৪০-৫০টি করে কক্ষ রয়েছে। চারটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কোথাও সম্পূর্ণ, কোথাও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে।’’
ভবনটি ব্যবহার উপযোগী হবে কি না, এ প্রশ্নের জবাবে উপ-সহকারী প্রকৌশলী বলেন, ‘‘উচ্চ পর্যায়ে একাধিক টিম তদন্ত করেছে। বিশেষজ্ঞ টিম যে দিক-নির্দেশনা দেবে, সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম করা হবে। প্রাথমিক অবস্থা দেখে মনে হচ্ছে, ভবনটি মেরামত করা যাবে।’’