তারকাদের প্রেম-বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। চলতি বছর দেশের একাধিক তারকা দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা, ছোটপর্দার অভিনেতা তামিম মৃধা, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও অভিনেত্রী সুজানা জাফর।
জিনাত সানু স্বাগতা
ছোটপর্দার অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা এ বছরের জানুয়ারিতে শুভ কাজ সেরেছেন। গত ২৪ জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা। হাসান আজাদ লন্ডন প্রবাসী। সংগীত জগতের সঙ্গে জড়িত তিনি। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় ব্যবসায়ী। এর আগে চিত্রগ্রাহক রাশেদ জামাকে বিয়ে করেছিলেন স্বাগতা।
তামিম মৃধা
গত ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় বিয়ের কথা জানান তরুণ প্রজন্মের আলোচিত ইউটিউবার ও ছোটপর্দার অভিনেতা তামিম মৃধা। তার স্ত্রীর নাম রাইসা ইসলাম। জুমার নামাজের পর রাজধানীর মিরপুরের ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে বিয়ে হয় তাদের।
রুকাইয়া জাহান চমক
ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ২১ জুন বিয়ে করেছেন। ছোট আয়োজনে মাত্র ৯ টাকা দেনমোহরে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করে সবাইকে চমক দেখিয়েছেন এই অভিনেত্রী। স্বামী পেশায় ব্যবসায়ী। গ্রামের বাড়ি কুষ্টিয়া। ব্যবসার পাশাপাশি অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন নাসির। চলতি বছরের এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে চমকের সঙ্গে দেখা গেছে তার স্বামীকে। এর আগে ২০১৪ সালের নভেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন চমক।
সুজানা জাফর
দীর্ঘদিন একা থাকার পর চলতি বছরের ২৮ অক্টোবর বিয়ের খবর জানান মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। ওই সময় জানা যায়, তার স্বামীর নাম সৈয়দ হক। তখন সংবাদমাধ্যমকে এ অভিনেত্রী জানান, গত ২২ আগস্ট দুবাই কোর্টে বিয়ে করেছেন তারা। স্বামী সৈয়দ হকও দুবাইতে থাকেন। পেশায় ব্যবসায়ী। গত সাত বছর ধরে সৈয়দ হকের সঙ্গে পরিচয় তার। তবে কোনো ধরনের প্রেমের সম্পর্ক ছিল না তাদের। পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে তাদের।
এর আগে ২০০৬ সালে ঢাকার বায়িং হাউজ কর্মকর্তা ফয়সাল আহমেদকে বিয়ে করেন সুজানা। এরপর সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হৃদয় খানের ভালোবাসায় সাড়া দিয়ে ২০১৪ সালের আগস্টে একেবারে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন। চার বছর প্রেমের পর সংসার শুরুর মাসতিনেকের মাথায় তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।