দেশে ভোটের পরিবেশ ফিরিতে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘‘গত ১৭ বছরে আওয়ামী লীগ ভোটের নামে তামাশা করেছে। এখন আওয়ামী লীগ নেই। আমাদের ভোটের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’’
সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে নীলফামারী সদর উপজেলার লক্ষিছাপ ইউনিয়নের দূবাছড়ি মাদ্রাসা মাঠে র্যাবের সঙ্গে কথিত ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের কাছে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়। সেখানে জনসভায় লন্ডন থেকে ভাচ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘‘জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার নির্বাচিত করবে, সেই সরকার জনগণের স্বার্থে, জনগণের পক্ষে, দেশের পক্ষে কাজ করবে।’’
তিনি বলেন, ‘‘স্বৈরাচার আওয়ামী লীগ পালিয়ে গেছে। তবে তাদের পেতাত্মারা এখনো বিভিন্ন স্তরে লুকিয়ে আছে। আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। এখন দেশ গড়ার সময়। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘‘আর যেন কেউ গোলাম রব্বানীর মতো হত্যার শিকার না হয়। আর যেন কোনো পরিবারের সদস্যকে নৃশংসভাবে হত্যা হতে না হয়। বিএনপি এ রকম সরকার গঠন করবে। বিএনপির সরকার মানুষের বিপদে পাশে থাকবে। বেকারত্ব দূর করবে। শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে। দেশে নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তুলবে হবে।’’
‘আমরা বিএনপির পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান মিল্লাতসহ কেন্দ্রীয়, জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।