নোয়াখালী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে নোয়াখালী সরকারি কলেজ শাখা শিবিরের উদ্যোগে এসব শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়।
নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো ইব্রাহীমের সঞ্চালনায়ে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সাঈদ সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী শহর শাখা শিবিরের সাহিত্য সম্পাদক তানভীর হোসেন সিয়াম। এ সময়ে নোয়াখালী সরকারি কলেজ শাখা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য আবু সাঈদ সুমন বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবসময় কাজ করে যাচ্ছে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এ বছরও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রশিবির সাধারণ ছাত্র এবং স্থানীয়দের মাঝে শীতবস্ত্র করেছে। ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক কল্যাণমুখী কার্যক্রমে ছাত্রশিবির কাজ করে যাবে ইনশাআল্লাহ।”