খেলাধুলা

‘ডাবল’ সেঞ্চুরিতে শাহিদির নতুন রেকর্ড

রহমত শাহর পর ডাবল সেঞ্চুরির দেখা পেলেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিও। আজ সোমবার হারারে টেস্টের পঞ্চম দিনে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকান তিনি। এর মধ্য দিয়ে প্রথম এবং একমাত্র আফগানিস্তানের ক্রিকেটার হিসেবে টেস্টে দুই-দুটি ডাবল সেঞ্চুরি হাঁকানোর নতুন রেকর্ড গড়েন তিনি।

এর আগে ২০২১ সালে আবুধাবিতে এই জিম্বাবুয়ের বিপক্ষেই অপরাজিত ২০০ রানের ইনিংস খেলেছিলেন অধিনায়ক। দুটি ডাবল সেঞ্চুরির বাইরে তার সর্বোচ্চ রানের ইনিংস ৬১। অর্থাৎ যে দুটি ম্যাচে তিনি সেঞ্চুরি পেয়েছেন, সেই দুটিকেই তিনি ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। এবার জিম্বাবুয়ের বিপক্ষে ৬৯৪ মিনিট ব্যাট করে, ৪৭৪ বল মোকাবিলা করে ২১টি চারে ২৪৬ রানের ইনিংস খেলেন শাহিদি।

তার আগে রহমত শাহ ৪২৪ বলে ২৩টি চার ও ৩ ছক্কায় ২৩৪ রানের ইনিংস খেলেন। এছাড়া আফসার জাজাই ৫ চার ও ৩ ছক্কায় করেন ১১৩ রান। তাতে ১৯৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে রেকর্ড ৬৯৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। যা তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস।

বল হাতে জিম্বাবুয়ের ব্রিয়ান বেনেট ২৮ ওভারে ১ মেডেনসহ ৯৫ রানে ৫টি উইকেট নেন।