নির্বাচন কমিশন (ইসি) আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে।
সোমবার (৩০ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘‘এ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ৫ জানুয়ারির মধ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করা হবে। ২০২৫ সালের জানুয়ারির দ্বিতীয়ার্ধে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করা সম্ভব হবে,’’ বলে আশা প্রকাশ করেন তিনি।
আলী নেওয়াজ বলেন, ‘‘আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। কেউ তালিকা থেকে বাদ পড়লে তার দাবি ও আপত্তি নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। এরপর চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ প্রকাশ করা হবে।’’
তিনি আরও জানান, বাড়ি বাড়ি গিয়ে শুধু ২০২৫ সালের জন্যই নয়, ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তাদের তথ্যও সংগ্রহ করা হবে। তারা ২০২৬ সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন, তবে ২০২৫ সালের কোনো নির্বাচনে ভোটার হিসেবে গণ্য হবেন না।
নির্বাচন কমিশন সঠিক ও হালনাগাদ তথ্য নিশ্চিত করতে এই কার্যক্রম পরিচালনা করছে বলে জানান ইসির অতিরিক্ত সচিব।