খেলাধুলা

জিতেও তৃপ্ত নয় রংপুর, শক্তভাবে ফিরতে আত্মবিশ্বাসী ঢাকা

ঢাকা ক্যাপিটালসকে স্রেফ উড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারতম আসরের যাত্রা শুরু করেছে রংপুর রাইডার্স। বিপিএলের সাবেক চ্যাম্পিয়নরা জয় পায় ৪০ রানের বড় ব্যবধানে। বিপিএলের নবাগত দল ঢাকা ক্যাপিটালসের শুরুটা ভালো না হলেও রংপুর যেমনটা চেয়েছিল তেমনটাই পেয়েছে। কিন্তু জয় পেলেও তৃপ্ত নয় তারা। 

দলটির কোচ মিকি আর্থার জানালেন, উন্নতির আরো জায়গা আছে। সেগুলো শুধরে নিতে হবে দ্রুত। নয়তো সামনে কঠিন পরিস্থিতিতে দূর্বল জায়গাগুলো দলকে ভোগাবে। 

সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের কোচ বলেছেন, ‘‘আমি জিতেও খুব একটা তৃপ্ত নই। বেশ কিছু জায়গায় আমরা ভুল করেছি। বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে। জয় পাওয়া স্বস্তির। তবে উন্নতির জায়গা আছে। সেগুলো শুধরে নিতে পারলে আমরা আরো ভালো অবস্থানে যেতে পারব।’’ 

আগে ব্যাটিং করে রংপুর ৬ উইকেটে ১৯১ রান করে। জবাব দিতে নেমে ঢাকা থেমে যায় ১৫১ রানে। অলরাউন্ড পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন খুশদীল শাহ। ব্যাটিংয়ে ২৩ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪৬ রানের পর বল হাতে ১৫ রানে ২ উইকেট নেন। 

এদিকে বল হাতে ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছেন স্পিনার মাহেদী হাসান। ৪ ওভারে ২৭ রানে ৪ উইকেট নেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দেওয়া, রান আটকে রাখার কাজটা করেছেন ডানহাতি স্পিনার। এর আগে রংপুরের জার্সিতে গ্লোবাল সুপার লিগ এবং জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজেও দারুণ পারফর্ম করেন মাহেদী। আর্থার তার প্রসংশা করতে গিয়ে কথার ঝাঁপি খুলে দেন, ‘‘হ্যাঁ সেই ফর্মটাই সে ধরে রেখেছে। শেষ ছয় সপ্তাহ তার দারুণ পারফরম্যান্স যাচ্ছে। মাহেদী গ্লোবাল সুপার লিগে আমাদের হয়ে দারুণ পারফরম্যান্স করেছে। আপনি ঠিক কথা বলেছেন, সে সেই ফর্মটাই ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে নিয়ে গিয়েছিল। আবার এখানেও কাজে লাগাচ্ছে। সে অসাধারণ পারফর্ম করে যাচ্ছে। সাদা বলের ক্রিকেটে পাওয়ার প্লে’তে সে বেশ স্কিলফুল। ভালোমানের ক্রিকেটারও। আমি বিশ্বাস করি তার এই ভবিষ্যৎ বেশ উজ্জ্বল।’’ 

হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও শক্তভুবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকার পেসার আলাউদ্দিন বাবু। ডানহাতি দ্রুত গতির বোলার ৪৩ রানে ৩ উইকেট পেয়েছিলেন। তার বিশ্বাস, ‘‘এক ম্যাচ দিয়ে আসলে পুরো দলকে  বিচার করা ঠিক হবে না। টুর্নামেন্টটা বেশ লম্বা। আমাদের আরো ১১ ম্যাচ বাকি আছে। হাতে পর্যাপ্ত সময়ও আছে। আমরা চাইবো সেরা পারফরম্যান্সটা দিয়ে পরবর্তী ম্যাচ থেকে ভালো পারফর্ম করা।’’ রংপুর আজই মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। ঢাকার পরবর্তী ম্যাচ দুর্বার রাজশাহীর বিপক্ষে।