চলতি বছর বিশ্ববিদ্যালয়গুলো ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাদ যায়নি উত্তরবঙ্গের অন্যতম সেরা বিদ্যাপীঠ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (হাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়টিতে নিয়মিত প্রায় ১২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন।
এসব শিক্ষার্থীদের পাঠদানের জন্য রয়েছেন প্রায় ৩৫০ জন শিক্ষক। এছাড়াও রয়েছেন অসংখ্য কর্মকর্তা-কর্মচারী। এতগুলো মানুষকে কেন্দ্র করে প্রতিদিনই ঘটেছে কোন না কোন ঘটনা। হাবিপ্রবিতে গেল এক বছরে ঘটে যাওয়া ঘটনাগুলোই তুলে ধরা হলো এ প্রতিবেদনে।
আন্দোলন সংগ্রামে হাবিপ্রবি অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্বিবদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে হাবিপ্রবির শিক্ষকরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনও সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যূত্থানে উত্তাল ছিল সারাদেশ। কিছুটা দেরিতে হলেও সে আন্দোলনে যুক্ত হয়েছিলেন হাবিপ্রবি শিক্ষার্থীরা। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম ৫ জুলাই অবস্থান কর্মসূচি পালন করে। এরপর থেকে নিয়মিত হাবিপ্রবি সংলগ্ন মহাসড়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক উত্তাল রাখতেন তারা।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনে পর ভারতীয় আগ্রাসন ও সব অপশক্তি রুখতে হাবিপ্রবি শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। এছাড়া মহানবী হযরত মুহাম্মদকে (স.) কটুক্তি করায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
র্যাঙ্কিংয়ে হাবিপ্রবির অবস্থান এ বছর প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র্যাংকিংয়ে স্থান পায় বিশ্ববিদ্যালয়টি। এ লক্ষ্যে হাবিপ্রবির পক্ষ থেকে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত তথ্য দেওয়া হয় এবং টাইমস হায়ার এডুকেশন গত ১২ জুন (বুধবার) সকাল ১০টায় ফলাফল প্রকাশ করেন।
স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৪ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে। এ তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের ৪ হাজার ৭৬২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় হাবিপ্রবি ২২তম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় হয়।
বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হাবিপ্রবি সঙ্গে গত ৩০ জানুয়ারি ইরানের ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় এবং গত ১৫ সেপ্টেম্বর টেলিটক বাংলাদেশ লিমিটেড একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে।
ছাত্রলীগ নেতাকর্মীদের গলায় জুতার মালা ছাত্র-জনতার অভ্যূত্থানের পর গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে এসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে সাকিব আহমেদ নামে এক ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তিনি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাব্বি শেখ সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে একজন। গত ৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এলে শিক্ষার্থীরা তাকে জুতার মালা পরিয়ে ক্যাম্পাস ঘুরিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেন।
প্রশাসনিক কর্তাব্যক্তিদের রদবদল গত ৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যূত্থানে প্রাণ বাঁচাতে ক্ষমতা ছেড়ে ভারতে পালায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৯ আগস্ট পদত্যাগ করেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মো.মামুনুর রশিদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো.মাহাবুব হোসেন। এছাড়া ক্রমান্বয়ে পদত্যাগ করতে থাকেন সহকারী প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালকবৃন্দ, হলসুপার ও সহকারী হল সুপারবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের পরিচালক ও সহকারী পরিচালকবৃন্দ।
গত ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজকে জরুরি আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন শুরু করেন। পরে ২১ অক্টোবর উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মো. এনামউল্যা।
সর্পকন্যা নাহার বিশ্ববিদ্যালয়কে সাপের আতঙ্কমুক্ত করেন সর্পকন্যা খ্যাত কামরুন নাহার কনা নামে এক ছাত্রী। নিয়মিত সাপ উদ্ধার করায় তিনি এ খ্যাতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে পান। বিশ্ববিদ্যালয়ের কোথাও সাপ দেখা গেলে আগে সবাই মিলে মেরে ফেলতেন। কিন্তু বর্তমানে কেউ আর সাপ মারেন না। সাপ দেখা মাত্রই সবাই নাহারকে কল করেন। দিনে-রাতে যেকোন সময় কনা সাপ উদ্ধার করেন। তিনি শুধু বিশ্ববিদ্যালয়ে না, বাইরে গিয়েও সাপ উদ্ধার করেন।
হল থেকে অস্ত্র ও বোমা উদ্ধার গত ১৪ আগস্ট শিক্ষক এবং শিক্ষার্থীদের হলভিত্তিক টীম গঠনের মাধ্যমে সাংবাদিকদের উপস্থিতিতে ছেলেদের পাঁচটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, পেট্রোল বোমা, মদের বোতল, নেশা করার সামগ্রী, কনডমসহ নানা জিনিস উদ্ধার করা হয়। এদিন বেলা ২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
যাদের হারিয়েছে হাবিপ্রবি চলতি বছরে হাবিপ্রবি হারিয়েছে বেশকিছু মেধাবী শিক্ষার্থীকে। গত ১৮ জুলাই পারিবারিক কলহের জেরে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন ২০১৭-১৮ সেশনের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী অনুপম রায়, গত ৩১ আগস্ট ছাত্রী মেসে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ২০১৮-১৯ সেশনের কৃষি অনুষদের শিক্ষার্থী সুরাইয়া আক্তার এবং গত ১০ সেপ্টেম্বর থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলিফ আহমেদ মারা যান।
এছাড়া, গত ১৮ নভেম্বর সড়ক দুর্ঘটনায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান আবদুল মান্নান মারা যান।