সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামে অবৈধ ডাম্পার ট্রাক্টরে কাদা মাটি বহন করায় স্থানীয়রা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। গ্রামবাসীর অভিযোগ, সকাল থেকে রাত পর্যন্ত এসব ট্রাক্টর চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও রাস্তায় ধুলো ও কাদা মাটি পড়ে থাকায় চলাচল করতে গিয়ে স্থানীয়দের প্রতিনিয়ত বিপদের মুখে পড়তে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, কয়েকটি পুকুর ভরাট করার জন্য অবৈধ ডাম্পার ট্রাক্টরে করে গত কয়েকদিন ধরে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান দিনরাত মাটি বহন করছেন। এতে একদিকে যেমন রাস্তা ধুলায় ভরে যাচ্ছে, অন্যদিকে কাদা মাটি পড়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে যেসব বাড়ি রাস্তার পাশে তারা বেশ ভোগান্তিতে পড়ছেন। এছাড়া দ্রুতগামী ট্রাক্টরের কারনে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষত ছোট ও সংকীর্ণ রাস্তা দিয়ে এ ধরনের যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা মো. মুশফিকুর রহমান বলেন, “ডাম্পার ট্রাক্টরে করে মাটি বহনের সময় রাস্তার ওপর মাটি ফেলার কারনে সড়কের বেহাল দশার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পড়ে থাকা ধুলাবালি ও কাদা একত্রিত হয়ে আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করবে, যা দুর্ঘটনার কারণ হতে পারে।”
তিনি আরো বলেন, “ট্রাক্টরের চলাচলে পরিবেশ ও শব্দ দূষণও বৃদ্ধি পাচ্ছে। যা স্থানীয়দের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হচ্ছে।”
এদিকে, বিষয়টি নিয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ বলেন, “আমি এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়া মাত্রই যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে অনুলিপি লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে পাঠিয়েছি।”
বিষয়টি নিয়ে কথা হয় মাটি বহনকারী ঠিকাদার রাজা মিয়ার সাথে। তিনি বলেন, “উপজেলা প্রশাসন থেকে লোক এসে মাটি বহনের বিষয়টি দেখার দায়িত্ব লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে দিয়েছেন। চেয়ারম্যান সাহেব আমাদের বলেছেন গাড়ি ধীরে চালাতে এবং কারো কোনো অসুবিধা না হয় সেভাবে মাটি বহন করতে।”
বিষয়টি জানার জন্য লাবসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আলীমের সাথে কথা কয়। তিনি বলেন, “আমি কাউকে মাটি বহনের জন্য বলিনি। আর মাটি বহনের বিষয়টি আমি আপনার মাধ্যমে জানলাম।”
তিনি আরো বলেন, “উপজেলা থেকে অভিযোগের কপি আমি এখনো পায়নি। বিষয়টি খোঁজ নিয়ে এখনি কাজ বন্ধ করার ব্যবস্থা করা হচ্ছে।”