আন্তর্জাতিক

ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

ভারতের ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় শীর্ষে রয়েছেন অন্ধ্র প্রদেশের চন্দ্রবাবু নাইডু। তিনি তেলেগু দেশম পার্টির নেতা। সবচেয়ে কম সম্পদশালী মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফরমসের (এডিআর) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিভিন্ন প্রদেশে মোট ৩১ জন মুখ্যমন্ত্রী রয়েছেন। সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর মোট সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি রুপি। এই তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডুর নাম। তার মোট সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি রুপি। তৃতীয় ধনী মুখ্যমন্ত্রী হলেন পাঞ্জাবের অমরিন্দর সিং। তার মোট সম্পত্তির পরিমাণ ৫১ কোটি রুপি।

শীর্ষ ১০ ধনী মুখ্যমন্ত্রীদের মধ্যে আরো আছেন- নাগাল্যান্ডের নেয়িফু রিও (৪৬ কোটি রুপি), মধ্যপ্রদেশের মোহন যাদব (৪২ কোটি রুপি), পুদুচেরির এন রঙ্গস্বামী (৩৮ কোটি রুপি), তেলেঙ্গনার রেভন্থ রেড্ডি (৩০ কোটি রুপি), ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন (২৫ কোটি রুপি), আসামের হিমন্ত বিশ্ব শর্মা (১৭ কোটি রুপি), মেঘালয়ের কনরাড সাংমা (১৪ কোটি রুপি)।

রিপোর্ট অনুযায়ী, ভারতের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি পরিমাণ ৫২ কোটি ৫৯ লাখ রুপি। ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে কোটিপতি হলেন ২৯ জন। মুখ্যমন্ত্রীদের সম্মিলিত সম্পত্তির পরিমাণ ১ হাজার ৬৩০ কোটি রুপি।

ভারতের মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩ লাখ ৬৪ হাজার ৩১০ রুপি। দেশটির গড় মাথাপিছু আয়ের তুলনায় যা ৭.৩ গুণ বেশি।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফরমসের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মোট সম্পত্তির পরিমাণ ১৫ লাখ রুপি। তিনিই দেশটির সবচেয়ে কম সম্পদশালী মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি ছাড়া ১ কোটির নিচে সম্পত্তি রয়েছে একমাত্র ওমর আবদুল্লাহর। জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সম্পত্তির পরিমাণ ৫৫ লাখ রুপি। কম সম্পদশালী মুখ্যমন্ত্রীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তার মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ১৮ লাখ রুপি।