কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষস্থানীয় সন্ত্রাসী রেজাউল করিম রেজা গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে জেলার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১৪টি দেশীয় অস্ত্র, ১টি ইয়ার গান ও ১৮৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
দুপুরে কুষ্টিয়া সেনা ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার রেজাউল করিম রেজা শীর্ষস্থানীয় সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগ রয়েছে।
রেজাকে অস্ত্রসহ কুমারখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।