চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া এসিডে দগ্ধ গৃহবধূ মিলি আক্তারের মৃত্যু হয়েছে। স্বজনেরা এ ঘটনায় বিচার দাবি করেছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিলির মা রাশেদা বেগম। মিলি আক্তারের ৭ মাসের ছেলে সন্তান রয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, পশ্চিম সুজাতপুর গ্রামের আইয়ুব আলীর মেয়ে মিলি আক্তরের সঙ্গে মমরুজকান্দি গ্রামের সফিকুল ইসলাম মানিকের প্রেমের সম্পর্ক ছিল। মিলি আক্তারের অন্যত্র বিয়ের হয়ে গেলেও মানিক তাকে ভুলতে পারেনি। বিয়ের পর স্বামী বিদেশ থাকায় মিলি বাবার বাড়িতে থাকতেন। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে মানিক ও মমরুজকান্দি গ্রামের শাহজাহানের ছেলে জাহিদ মিলে এসিড নিক্ষেপ করে। এতে মিলির মুখ, বুক, পিঠ ও হাত ঝলসে যায় এবং মা রাশেদা বেগমের হাত ও উরু ঝলসে যায়। পরে তাদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে মিলিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এ ঘটনায় মিলির বাবা আইয়ুব আলী বাদী হয়ে মানিক ও জাহিদকে আসামি করে মতলব উত্তর থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার আদালতে পাঠিয়ে দেয়।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় চিকিৎসাধীন অবস্থায় মিলি আক্তারের মৃত্যু হয়। মিলি আক্তারের বাবা আইয়ুব আলী বলেন, ‘‘যারা আমার মেয়েকে এসিড নিক্ষেপ মেরে ফেলেছে, আমি তাদের ফাঁসি চাই।’’
মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলাম মানিক এবং তাঁর সহযোগী এসিড নিক্ষেপকারী জাহিদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তারা দুজনই চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।