সারা বাংলা

কুড়িগ্রামে সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে আদিবা নামে সাত মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা-মা ও দাদিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার নেওয়াশী ইউনিয়নের চাকেরকুটি ব্যাপারীটারী গ্রামের নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার হয়। গতকাল সোমবার নিখোঁজ হয় আদিবা।

মারা যাওয়া আদিবা চাকেরকুটি ব্যাপারীটারী গ্রামের আমিনুর ইসলাম ও জান্নাতুল বেগম দম্পতির সন্তান।

এলাকাবাসী জানান, গতকাল সোমবার দুপুরে ঘরের ভেতর ঘুমিয়ে ছিল আদিবা। ঘরে ঢুকে আদিবাকে দেখতে পাননি তার দাদি আমেনা। পরে শিশুটির বাবা-মাসহ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাননি। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির বিভিন্ন জায়গাসহ প্রতিবেশিদের কাছে খোঁজ করেও শিশুটির সন্ধান পায়নি। আজ (মঙ্গলবার) দুপুরে বাড়ির সেপটিক ট্যাংকে তল্লাশি চালায় ‍পুলিশ। এসময় তারা শিশুটির মরদেহ খুঁজে পান।

নাগেশ্বরী থানার ওসি মিজানুর রহমান জানান, মারা যাওয়া শিশুর বাবা-মা ও দাদিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। শিশুটির মৃত্যুর রহস্য খুঁজে বের করার চেষ্টা চলছে।