আন্তর্জাতিক

বিদেশি যোদ্ধাদের সিরিয়ার সামরিক বাহিনীতে উচ্চপদে নিয়োগ

সিরিয়ার নতুন নেতারা কয়েক জন বিদেশি যোদ্ধাকে দেশটির সশস্ত্র বাহিনীতে সিনিয়র অফিসার পদে নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) চলতি মাসের শুরুতে বাশার আল-আসাদকে উৎখাত করে। এরপর থেকে এই গোষ্ঠীটি কার্যকরভাবে দেশের দায়িত্বে রয়েছে। তারা বর্তমানে সেনাবাহিনীকে পুনর্গঠন করছে।

সিরিয়ার বেশ কয়েকটি সূত্র অনুমান করেছে যে, প্রায় ৫০টি নতুন সামরিক পদে নিয়োগ হয়েছে। এর মধ্যে অন্তত ছয়টি পদ বিদেশিদের হাতে চলে গেছে। যে নামগুলো প্রকাশিত হয়েছে তার উপর ভিত্তি করে বলা হচ্ছে, তাদের মধ্যে চীনা উইঘুর, একজন জর্ডানিয়ান এবং একজন তুর্কি নাগরিক রয়েছে। সবাইকে কর্নেল বা ব্রিগেডিয়ার জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সিরিয়ায় গৃহযুদ্ধের সময় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীতে বিপুল সংখ্যক বিদেশি যোদ্ধা যোগ দিয়েছিল। কারণ এটি সর্বাত্মক সশস্ত্র সংঘাতে পরিণত হয়েছিল। এইচটিএস-এর বিরোধীরা দীর্ঘদিন ধরে এটিকে বিদেশি যোদ্ধাদের মাধ্যমে গঠিত সংগঠন বলে অভিযোগ করে আসছিল। তবে ক্ষমতা গ্রহণের পর থেকে এইচটিএস-এর নেতা আল-শারার বারবার ঐক্যবদ্ধ সিরিয়া রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির ওপর জোর দিয়েছেন।