রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সবকিছু ঠিক হয়ে যাবে। নতুন বছরে রাশিয়া আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে। মঙ্গলবার নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।
পুতিন এমন সময় এই আশ্বাসের বাণী শোনালেন যখন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার অনেক সাধারণ মানুষ ক্রমবর্ধমান দাম নিয়ে উদ্বিগ্ন এবং কেন্দ্রীয় ব্যাংকের ২১ শতাংশ সুদের হার ব্যবসা ও বাড়ির ক্রেতাদের চাপ দিচ্ছে।
পুতিন তার ভাষণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ক্ষেত্রে রাশিয়ার ভূমিকাসহ অতীতের বিজয়গুলোকে তুলে ধরে একটি বৃহত্তর ঐতিহাসিক মিশনের অংশ হিসাবে মস্কোর চ্যালেঞ্জগুলো উপস্থাপন করেছেন।
তিনি জানিয়েছেন, রাশিয়া পরীক্ষাগুলি অতিক্রম করেছে, বড় লক্ষ্য অর্জন করেছে এবং২১ শতকের প্রথম ত্রৈমাসিকে তার ঐক্যকে শক্তিশালী করেছে।
পুতিন বলেছেন, “নতুন বছরের দোরগোড়ায়, আমরা ভবিষ্যতের কথা ভাবছি। আমরা আত্মবিশ্বাসী যে সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা কেবল এগিয়ে যাব। আমরা নিশ্চিতভাবে জানি আমাদের মূল্য, রাশিয়ার ভাগ্য, তার নাগরিকদের মঙ্গল ছিল, আছে এবং হবে।”