শেষ হতে চলেছে ২০২৪ সাল। রাষ্ট্রের ৫৪ বছরের ইতিহাসে এ বছরটি অত্যন্ত ঘটনাবহুল ও তাৎপর্যপূর্ণ। সারা দেশব্যাপী যেমন ঘটেছে নানান বিচিত্র ঘটনা, গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের। জুলাই গণঅভ্যুত্থানের আগে ও পরে বাংলাদেশের বিস্তর তফাৎ। যে বাংলাদেশ দুর্নীতি, অপরাধ, গুম, খুন, অন্যায়, অত্যাচার জুলুমে জর্জরিত ছিল, সেই বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বয়ে যাচ্ছে দেশ বদলের শীতল বাতাস।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও গণঅভ্যুত্থানের আগে ও পরে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। সবাই মত- প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে। গণঅভ্যুত্থানে শহীদ ও আহত হয়েছেন জবির অসংখ্য শিক্ষার্থী। এখন প্রশাসনিক কাঠামো ও নীতিমালায় পরিবর্তনের চেষ্টা চলছে।
স্বতন্ত্র ভর্তি পরীক্ষায় জবি চার বছর পর চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষায় যাচ্ছে বিশ্ববিদ্যালয়। গত চার বছর ধরে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা নিয়ে আসছিল বিশ্ববিদ্যালয়টি। ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমারদের ভর্তি পরীক্ষায় বসার সুযোগ থাকছে না। এছাড়াও লিখিত ও এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রায় ২ লাখ শিক্ষার্থীর প্রাথমিক আবেদন জমা পড়েছে। এর মধ্য থেকে প্রতিটি ইউনিটে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ৪০ হাজার প্রার্থী চূড়ান্ত আবেদনের সুযোগ পেয়েছে। তবে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষায় নেওয়ার কারণে আবেদন পরিমাণ কমেছে।
কারামুক্ত হয়েও স্বাভাবিক হয়নি খাদিজার জীবন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিনাবিচারে প্রায় ১৫ মাস কারাভোগের পর ২০২৩ সালের ২০ নভেম্বর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা। কারামুক্ত হলেও নানা রোগে আক্রান্ত হয়ে অনেকটা কষ্টেই দিন পার করছেন তিনি। এখনও ঠিক হয়নি মানসিক অবস্থাও। তবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে নিয়মিত হয়েছেন তিনি। স্বাভাবিক শিক্ষাজীবন নিশ্চিত করতে শিক্ষকরাও দিয়েছেন পাশে থাকার আশ্বাস।
পেনশন স্কিম বাতিলের দাবি শিক্ষকদের অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি এবং মানববন্ধন করেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন সময়ে তারা নানা ধরনের কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের জুলাই আন্দোলন কর্মসূচি প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে ও চার দফা দাবিতে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। এছাড়া বাংলা ব্লকেড কর্মসূচি উপলক্ষে গুলিস্তানের জিরো পয়েন্ট টানা দুইদিন অবরোধ রাখেন। পরে জিরো পয়েন্ট পার হয়ে প্রশাসনকে উপেক্ষা করে শাহবাগে যান তারা।
চলমান কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ১৬ জুলাই জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে গুলি ছোড়া হয়। এতে জবির চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।
সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ন্যায় তারা ‘চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার’ কর্মসূচিতে অংশ নেন। এরই অংশ হিসেবে ফেসবুক সয়লাব হয়ে যায় তাদের লাল রংয়ের প্রোফাইল ফটোতে। সরকারের দেওয়া রাষ্ট্রীয় শোকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা এই ভার্চুয়াল প্রতিবাদ কর্মসূচি পালন করেন বলে জানা যায়।
আন্দোলনে শহীদ যারা গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর গোল চত্বরে চলা সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব তামিম (১৯) মারা যান। তামিমের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার পূর্ব শোশালিয়া গ্রামে।
গত ৪ আগস্ট মিরপুর এলাকায় আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থী সাজিদ মাথায় গুলিবিদ্ধ হন। পুলিশের ছোড়া একটি গুলি তার মাথার পেছনে লাগে। মাথা ভেদ করে বুলেটটি তার চোখের পেছনে আটকে যায়। ১৪ আগস্ট রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ভবনের নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ইকরামুল হক সাজিদের নামে রাখা হয়েছে।
ডিবির নির্যাতনের বর্ণনা সমন্বয়ক নূরনবীর জবি শাখার সমন্বয়ক নূর নবী জামিনে মুক্ত হয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সাংবাদিকদের কাছে ডিবি ও কারাগারের নির্যাতনের বর্ণনা দেন। তিনি বলেন, “যখন আমাকে ডিবি অফিসে নেওয়া হয়, তখন ভেবেছিলাম- গাড়িতে যে টর্চার করা হয়েছে, এর চেয়ে বেশি টর্চার আর হতে পারে না। কিন্তু এর চেয়েও পাশবিক নির্যাতন যে তারা করতে পারে, তা আমার কল্পনায় ছিল না!”
বামপন্থী সমন্বয়কদের পদত্যাগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জবির ২৭ সদস্যের সমন্বয়ক কমিটির ১৪ জন অপর সমন্বয়কদের বিরুদ্ধে অনাস্থার অভিযোগ এনে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ১৭ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া সমন্বয়ক কমিটির সদস্যা সবাই বামপন্থী।
প্রথম নারী উপাচার্যের পদত্যাগ ও কোষাধ্যক্ষের স্বেচ্ছারিতা ১১ আগস্ট শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটামের মুখে প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমসহ প্রশাসনের অনেকেই পদত্যাগ করেন। তবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী পদত্যাগ থেকে বিরত থাকেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শূন্যতার সুযোগ নিয়ে তিনি বেপরোয়া হয়ে উঠেন অভিযোগ ওঠে। রেজিস্ট্রার ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান নিয়োগসহ নানা ধরনের অনিয়ম শুরু করেন তিনি।
ভারতীয় আগ্রাসন, সীমান্ত হত্যা ও মব জাস্টিসের প্রতিবাদ ১০ সেপ্টেম্বর সীমান্তে হত্যা বন্ধ ও ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এছাড়া বিচারবহির্ভূত হত্যা, মব জাস্টিস ও শিক্ষাঙ্গণে নৈরাজ্য এবং পাহাড়ে সহিংসতা বন্ধ, হত্যা-হামলার বিচার ও সব জাতিগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিতে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সে সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছিল।
দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস)। এতে রানার্স আপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। ১৪ সেপ্টেম্বর সাভারের সিসিডিবি হোপ সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
এছাড়াও, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জেও চ্যাম্পিয়ন হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
জবি থেকে প্রথম উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়টি নিজের অধ্যাপকদের মধ্য থেকে উপাচার্য পায়। শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর জবির নতুন ও সপ্তম উপাচার্য হন বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম। উপাচার্যের দায়িত্ব পেয়েই গুরুত্বপূর্ণ তিনটি নিয়োগ ও ১২ পদে রদবদল করেন অধ্যাপক ড. রেজাউল করিম।
বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে কোনো এক জ্যেষ্ঠ অধ্যাপককে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে এটি পরিচালিত হয়ে আসছিল।
বন্যার্তের জন্য কনসার্ট বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করছে জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন। ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম' শিরোনামে কনসার্টে বিনা পারশ্রমিকে গান গেয়েছিলেন দেশসেরা লাইনআপ, শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওউনড, আপেক্ষিক, চাঁদের গাড়ি, অ্যাভার্স অফ বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, শেফার্ড, একে রাহুল অ্যান্ড ব্লাক জ্যাং ব্যান্ডদলগুলো।
শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা ও ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে গণপদযাত্রা করে শিক্ষা মন্ত্রণালয়ে যান শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের থেকে ১২ জন প্রতিনিধির একটি দল স্মারকলিপি নিয়ে শিক্ষা উপদেষ্টার কাছে যান। নানা আলোচনা-বিতর্কের একপর্যায়ে দাবি মেনে নেওয়া হয়। এ গণপদযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ২ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শিক্ষক সমিতির নির্বাচন হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগে শিক্ষক সমিতির নির্বাচন-২০২৫ বর্জনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী সংগঠন নীল দল। এতে নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী ছিল না। ফলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি হন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক হন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
৭০০ শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করবে আস-সুন্নাহ শিক্ষার্থীদের আবাসিকতার সমস্যা দূর করতে আস-সুন্নাহ ফাউন্ডেশন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ৭০০ শিক্ষার্থীর জন্য আবাসনের ব্যবস্থা করবে ফাউন্ডেশনটি।
যাদের হারিয়েছে জবি চলতি বছর বিশ্ববিদ্যালয় কয়েকজন মেধাবী শিক্ষার্থী ও শিক্ষককে হারিয়েছে। এদের মধ্যে গত ১৯ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অভিজিৎ হালদার অভি (২৫)। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।
গত ১৫ মার্চ রাতে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা (২৫)। গত ২ মার্চ বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের এমবিএ প্রফেশনাল প্রোগ্রামের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মো. নুরুল ইসলাম (২৫) নিহত হন। গত ১৯ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বিশ্ববিদ্যালয়ের স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী সামিউল খান সামি (২৯)।
এছাড়া গত ২৬ মে বোনম্যারো ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শিল্পী খানম (৪৫)। গত ৮ অক্টোবর রাতে রাজধানীর খিলগাঁও উত্তর গোড়ানের বাসা থেকে নাট্যকলা বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী ফারহান আহসান চৌধুরীর (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।