সারা বাংলা

চট্টগ্রামে এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন, টোল আদায় কার্যক্রম শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে নামকরণ করা হয়েছে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের। এই এক্সপ্রেসওয়েতে  শুক্রবার (৩ জানুয়ারি) সকাল থেকে টোল আদায় কার্যক্রম শুরু হয়েছে।

চট্টগ্রামের লালখান বাজার থেকে পতেঙ্গা বিমানবন্দর পর্যন্ত দীর্ঘতম এই এক্সপ্রেসওয়ের টোল আদায় কার্যক্রম আজ সকাল ১১টার দিকে উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এসময় তার সঙ্গে ছিলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। 

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক্সপ্রেসওয়েটি শহীদ ওয়াসিমের নামে পুনরায় নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমান। এর আগে এটি চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে নামকরণ করেছিল ছাত্র-জনতার আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকার।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সূত্র জানায়, ২০২৩ সালের ২৪ আগস্ট সিডিএ’র ৪৫৮তম বোর্ড সভায় চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়টির নামকরণ করা হয়েছিল  সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে। এর আগে ২০২৩ সালের ১৪ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি অসম্পূর্ণ অবস্থায় উদ্বোধন করেন। ওই সময়ে উদ্বোধন হলেও এক্সপ্রেসওয়ে দিয়ে কোনো যানবাহন চলাচল করেনি। বর্তমানে প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হওয়ায় এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহন চলাচল পুরোদমে শুরু হয়েছে। তবে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল এবং বড় লড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়নি। 

জানা গেছে, ১০ ধরনের গাড়ি টোল দিয়ে এক্সপ্রেসওয়েতে চলাচল করতে পারবে। এর মধ্যে সিএনজিচালিত অটোরিকশাকে ৩০ টাকা, কার জাতীয় গাড়ি ৮০ টাকা, জিপ ও মাইক্রোবাস ১০০ টাকা, পিকআপ ভ্যান ১৫০ টাকা, মিনিবাস ও ট্রাক (চার চাকা) ২০০ টাকা এবং বাসকে ২৮০ টাকা টোল দিতে হবে। এছাড়া ট্রাক (৬ চাকা) ৩০০ টাকা এবং কাভার্ডভ্যানকে ৪৫০ টাকা টোল দিতে হবে। এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল এবং ট্রেইলর চলাচল করতে পারবে না।