সারা বাংলা

মুন্সীগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

মুন্সীগঞ্জে লাইসেন্স না থাকায় তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত  শহরের মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন সামারি ট্রায়াল কোর্টের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

জানা গেছে, রেনেসাঁ ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার, ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও ফেমাস হেলথ কেয়ার নামে ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

স্যানিটারি ইন্সপেক্টর গাজী আমিন জানান, ডায়াগনস্টিক সেন্টারগুলোর স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না থাকায় এবং টেকনিশিয়ান ছাড়াই অদক্ষ লোক দিয়ে রোগ পরীক্ষা নীরিক্ষা করায় দ্য মেডিকেল প্র্যাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিকস এন্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স ১৯৮২ এর ১৩ ধারায় আইন নির্ধারিত সর্বোচ্চ অর্থদণ্ড হিসেবে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া ১৫ দিনের মধ্যে সব আইনী শর্তসমূহ প্রতিপালনের সময়সীমা বেধে দেওয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের ডাক্তার মোহাম্মদ আশিক ইমরান খান, স্যানিটারি ইন্সপেক্টর গাজী আমিন ও মুন্সীগঞ্জ থানা পুলিশের একটি দল।