পৌষের শেষার্ধে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশ। তৈব্র শৈত্যপ্রবাহে কুয়াশামোড়া শীত হানা দিয়েছে সারা দেশে। এমন আবহওয়ায় উষ্ণতা ছড়াতে বিপিএলের সপ্তম ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় মাঠে নেমেছে চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী।
দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। চিটাগং কিংসের এটি দ্বিতীয় ম্যাচ। দুর্বার রাজশাহীর তৃতীয়।
রাজশাহী গতকাল ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে জয়ের খাতা খোলে। চিটাগং কিংস প্রথম ম্যাচে জিততে পারেনি। খুলনা টাইগার্সের কাছে হেরে বিপিএল শুরু হয়েছিল তাদের। আজ জয়ে ফিরতে পারে কিনা সেটাই দেখার।
বিপিএলে ঢাকা পর্বের প্রথম স্লটের শেষ দিনের খেলা আজ। দুপুরের পর রাতেও আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাতের ম্যাচে ঢাকা ক্যাপিটালস ও খুলনা টাইগার্স মুখোমুখি হবে। এরপর বিপিএল চলে যাবে সিলেটে। ৬ জানুয়ারি সিলেটে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে নয়নাভিরাম স্টেডিয়ামে।